|
প্রিন্টের সময়কালঃ ১৩ আগu ২০২৫ ০৬:৪৩ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১২ আগu ২০২৫ ০৬:৪৩ অপরাহ্ণ

জন্মাষ্টমী উদযাপন ঘিরে রাজধানীতে থাকবে কড়া নিরাপত্তা—ডিএমপি কমিশনার


জন্মাষ্টমী উদযাপন ঘিরে রাজধানীতে থাকবে কড়া নিরাপত্তা—ডিএমপি কমিশনার


সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব জন্মাষ্টমী উপলক্ষে রাজধানীতে শোভাযাত্রা ও বিভিন্ন অনুষ্ঠানে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। আগামী ১৬ আগস্ট ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি উদযাপনকে কেন্দ্র করে ঢাকায় আয়োজিত হবে বর্ণাঢ্য শোভাযাত্রা ও নানা আয়োজন। এসব কার্যক্রম নির্বিঘ্নে সম্পন্ন করতে ইতোমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি শেষ করেছে ডিএমপি।
 

মঙ্গলবার ডিএমপি সদর দপ্তরে জন্মাষ্টমীর শোভাযাত্রার নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে আয়োজিত সমন্বয় সভায় কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেন, “প্রতি বছরের মতো এবারও ব্যাপক নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। সশস্ত্র বাহিনী, সিটি করপোরেশন ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সমন্বয়ে অনুষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করা হবে।”
 

সভায় ডিএমপির যুগ্ম–কমিশনার (অপারেশনস্) মোহাম্মদ শহীদুল্লাহ পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে সার্বিক নিরাপত্তা পরিকল্পনা উপস্থাপন করেন। পরবর্তী আলোচনায় গোয়েন্দা সংস্থার প্রতিনিধি, সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ বিভাগ, ঢাকা ওয়াসা, দুই সিটি করপোরেশন, স্বাস্থ্য অধিদপ্তর এবং ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা মতামত দেন।
 

সভায় প্রতিটি মন্দিরে উন্নতমানের সিসি ক্যামেরা বসানো, ঢাকেশ্বরী জাতীয় মন্দির ও স্বামীবাগ ইসকন মন্দিরে আর্চওয়ে স্থাপন, শোভাযাত্রা সময়মতো শুরু ও শেষ করা, নির্দিষ্ট পোশাক বা দৃশ্যমান আইডি কার্ডসহ পর্যাপ্ত স্বেচ্ছাসেবক মোতায়েন এবং অন্যান্য ধর্মাবলম্বীদের অনুভূতির প্রতি শ্রদ্ধাশীল থাকার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
 

এতে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মো. সরওয়ার, অতিরিক্ত কমিশনার (অ্যাডমিন) ফারুক আহমেদ, অতিরিক্ত কমিশনার (কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম) মাসুদ করিম, অতিরিক্ত কমিশনার (লজিস্টিকস্, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) হাসান মো. শওকত আলীসহ বিভিন্ন পুলিশ কর্মকর্তা, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, ঢাকা মহানগর সার্বজনীন পূজা কমিটি, রামকৃষ্ণ মঠ ও মিশন, ইসকন বাংলাদেশসহ সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫