নাটোরের এসপি মারুফাত হুসাইন রাজশাহী রেঞ্জের বেস্ট ওয়ান নির্বাচিত

ঢাকা প্রেস
সুরুজ আলী,নাটোর প্রতিনিধি:-
নাটোর জেলার এসপি (সুপারিটেনডেন্ড অব পুলিশ) মো: মারুফাত হুসাইন রাজশাহী রেঞ্জের বেস্ট এসপি নির্বাচিত হয়েছেন।
গত ৫ আগস্টের পর রাজশাহী রেঞ্জের অপরাধ পর্যালোচনায় পর পর দুইবার রাজশাহী রেঞ্জের বেস্ট এসপি মনোনিত হন তিনি।
১৮ ডিসেম্বর তারিখে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় রাজশাহী রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) মো: আলমগীর রহমান রাজশাহী রেঞ্জের জেলাভিত্তিক অপরাধ পর্যালোচনায় অপরাধ নিয়ন্ত্রণ, অপরাধের তদন্ত, অপরাধের লুন্ঠিত মালামাল উদ্ধারসহ নাটোর জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় নাটোর জেলা পুলিশ সুপার মো: মারুফাত হুসাইনকে বেস্ট এসপি হিসেবে মনোনিত করেন। ডিআইজি আলমগীর রহমান আনুষ্ঠানিকভাবে এসপি মারুফাত হুসাইনকে
সম্মাননা ও অর্থ পুরস্কারে পুরস্কৃত করেন।
এসময় উপস্থিত ছিলেন.....
রাজশাহী রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) ও রেঞ্জ অফিসসহ রেঞ্জাধীন সকল জেলা/ইউনিটের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫