|
প্রিন্টের সময়কালঃ ২১ আগu ২০২৫ ০৯:১৯ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২০ আগu ২০২৫ ০৩:৩১ অপরাহ্ণ

চট্টগ্রামে ৪৯তম জাতীয় দাবা চ্যাম্পিয়ানশীপ ২৫ এ আঞ্চলিক চ্যাম্পিয়ন ফিদে মাষ্টার আব্দুল মালেক, রানার্সআপ ইফতেখার আলম 


চট্টগ্রামে ৪৯তম জাতীয় দাবা চ্যাম্পিয়ানশীপ ২৫ এ আঞ্চলিক চ্যাম্পিয়ন ফিদে মাষ্টার আব্দুল মালেক, রানার্সআপ ইফতেখার আলম 


ক্রীড়া প্রতিবেদন(হোসেন বাবলা):

 


 

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ও বাংলাদেশ দাবা ফেডারেশনের সহযোগিতায় ৪৯তম জাতীয় দাবা চ্যাম্পিয়ানশীপ-২০২৫ আঞ্চলিক পর্ব-২ চট্টগ্রামের ফিদে মাস্টার আব্দুল মালেক ৭ খেলায় ৬.৫ পয়েন্ট পেয়ে অপরাজিত‌চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। 

 




তিনি শেষ খেলায় কক্সবাজারের হামিদুল হককে পরাজিত করেন। 

সমান খেলায় ৪ জন খেলোয়াড় ৫.৫ পয়েন্ট অর্জন করেন,ট্রাইবেকারে মাধ্যমে চট্টগ্রামের ইফতেকার রানার্সআপ, কক্সবাজারের সাকের উল্লাহ ৩য়,চট্টগ্রামের সুলতান ৪র্থ ও কক্সবাজারের সুদিব কান্তি দে ৫ম স্থান লাভ করেন। টুর্নামেন্টের শীর্ষ ৫ জন দাবাড়– জাতীয় বি দাবায় অংশগ্রহণের যোগ্যতা অর্জন করেন।

এছাড়া সুভ্রজিৎ মজুমদার ৬ষ্ঠ, হামিদুল হক ৭ম, নাজমুল হায়াত ৮ম, আবু সুফিয়ান ৯ম ও রাব্বি সেলিম ১০ম স্থান অর্জন করেন। 

খেলা শেষে বিজয়ীদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন জেলা ক্রীড়া অফিসার ও সিজেকেএস এ্যাডহক কমিটির সদস্য সচিব আবদুল বারী, টুর্নামেন্টের প্রধান বিচারক ও ফিদে আরবিটর প্রকৌশলী এস এম তারেকের সভাপতিত্বে ও তানজিলা তুর নূরের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ক্রীড়া সংগঠক ফজলে নূর বাপ্পী,রাকিবুল ইসলাম সাচ্চু, সৈয়দ আবদুল আহাদ, নুরুল আমিন প্রমুখ।

এই টুর্নামেন্টে চট্টগ্রাম জেলা ও চট্টগ্রাম বিভাগ, কক্সবাজার, বান্দরবান,খাগড়াছড়ি, রাঙ্গামাটি, নোয়াখালী, কুমিল্লা জেলা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ রেলওয়ে প্রতিনিধি অংশগ্রহণ করছে। 

বিশ্ব দাবার নিয়ন্ত্রণ সংস্থা ফিদেকতৃক অনুমোদিত এই আন্তর্জাতিক রেটিং দাবা টুর্নামেন্টে ৫২ জন রেটেড খেলোয়াড় সহ মোট ৫৬ জন দাবাড়– অংশগ্রহণ করেন। 

টুর্নামেন্টের চীফ আরবিটর হিসেবে প্রকৌশলী এস এম তারেক এবং ডেপুটি আরবিটর হিসেবে নুরুল আমিন দায়িত্ব পালন করেন।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫