বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির মহাসচিবর সাথে চট্টগ্রাম বিভাগীয় কমিটির মত বিনিময়ের সভা অনুষ্ঠিত

সৈয়দ মোহাম্মদ কায়সার, চট্টগ্রামঃ-
আজ ৩০ সেপ্টেম্বর ২০২৫, চট্টগ্রাম চট্টগ্রাম মহানগরীর জিইসি মোড়স্থ একটি হোটেলে বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটি'র কেন্দ্রীয় কমিটির মহাসচিব অধ্যক্ষ মোহাম্মদ আলী'র সাথে চট্টগ্রাম বিভাগীয় কমিটির এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটি- চট্টগ্রাম বিভাগীয় কমিটির সম্মানিত সভাপতি মঈনুদ্দীন কাদের লাভলুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম. নজরুল ইসলাম খান'র সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটি'র কেন্দ্রীয় কমিটির মহাসচিব,বাংলাদেশ কিন্ডারগার্টেন শিক্ষা বোর্ডে'র সম্মানিত চেয়ারম্যান মোহাম্মদ আলী। এ সময় উপস্থিত ছিলেন লায়ন মো.শফিকুর রহমান চৌধুরী,মিসেস মোহাম্মদ আলী,অধ্যক্ষ মো. ছৈয়দুল আজাদ,অধ্যক্ষ মিরাজ মাহমুদ,সাজ্জাদুল করিম খান,ইমরান নাজির প্রমূখ।
সংগঠনের মহাসচিব মোহাম্মদ আলী প্রধান অতিথির বক্তব্যে বলেন, "সংগঠনের দায়িত্ব পালনের ক্ষেত্রে আমরা সব সময় নিজ নিজ কর্তব্য জ্ঞান মনে রেখে সামনে অগ্রসর হব এবং সংশ্লিষ্ট সকল ব্যক্তি ও সংগঠনের সাথে সুসম্পর্ক রেখে কিন্ডারগার্টেনের স্বার্থসংশ্লিষ্ট সকল বিষয় কাজ করে শিক্ষায় দেশকে এগিয়ে নিয়ে যাব"।চট্টগ্রাম আগমন উপলক্ষে মহাসচিবকে ফুলেল শুভেচ্ছা জানান চট্টগ্রাম বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫