|
প্রিন্টের সময়কালঃ ১৯ এপ্রিল ২০২৫ ০২:৫৯ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ০৬ নভেম্বর ২০২৪ ০৭:০৩ অপরাহ্ণ

ঢাকা ও নারায়নগঞ্জে বিনামূল্যে খাবার দিচ্ছে শাহবাজ ফাউন্ডেশন


ঢাকা ও নারায়নগঞ্জে বিনামূল্যে খাবার দিচ্ছে শাহবাজ ফাউন্ডেশন


ঢাকা প্রেস,আবুল কালাম আজাদ:-


ক্ষুধার্ত মুক্ত এদেশ গড়ার প্রত্যয় নিয়ে গত ২ বছর ধরে বিনামূল্যে খাবার বিতরণ করে যাচ্ছে দস্তরখানা নামে একটি ইসলামিক প্রতিষ্ঠান শাহাবাজ ফাউন্ডেশন।


 



রাজধানীর মগবাজার ফ্লাইওভারের নিচে ও নারায়নগঞ্জের ভুলতা স্কুল এন্ড কলেজের সামনে ঢাকা-সিলেট মহাসড়কের ফ্লাইওভারের নিচে শাহবাজ ফাউন্ডেশনের উদ্যাগে গত ২ বছর যাবত সাপ্তাহে রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার দুপুরের খাবার বিতরণ করে আসছেন। প্রতিদিন তিন শতাধিক অসহায় হতদরিদ্র,পথচারি, রিক্সাচালক, সিএনজিচালক ও শিশুসহ সবার মাঝে বিনামূল্যে খাবার বিতরণ করে যাচ্ছেন এ ইসলামী প্রতিষ্ঠান।

দস্তরখানের সদস্য মোঃ আব্দুল্লাহ বলেন, শাহাবাজ ফাউন্ডেশন দস্তরখানা নামে গত ২ বছর ধরে এই কার্যক্রম চলমান রয়েছে। খাবার ম্যানুতে রয়েছে ভাত, মাছ, মাংস, ডাল, আলু ভর্তা ও শাকসবজি।

বাকি শুক্রবার ও শনিবার করার পরিকল্পনা রয়েছে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫