জামালপুরের যুবদল নেতা শোকজের নোটিশ পেলেন

ঢাকা প্রেস,জামালপুর প্রতিনিধি:-
জামালপুরের বকশীগঞ্জ উপজেলা যুবদলের সদস্যসচিব ও যুগ্ম আহ্বায়ক মাহবুবুর আলম লাভলুর সঙ্গে উপজেলা যুব মহিলা লীগের সভাপতি ও সাবেক ভাইস চেয়ারম্যান জহুরা বেগমের ফোনালাপ সম্প্রতি ফাঁস হয়েছে। এতে লাভলু, মামলার চার্জশিট থেকে নাম বাদ দিতে যুব মহিলা লীগ নেত্রীকে দেখা করার প্রস্তাব দেন। এ ঘটনার পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় যুবদলের নির্বাহী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন।
জামালপুর যুবদলের আহ্বায়ক সজিব খান বুধবার (১৩ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, ১০ নভেম্বর ফোনালাপটি গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর, কেন্দ্রীয় যুবদলের সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া শোকজ নোটিশ দেন। এতে বলা হয়, ‘আপনি বকশীগঞ্জ যুবদলের গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্বে থেকেও নিয়মবহির্ভূত কার্যক্রম পরিচালনা করছেন, যা যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির নজরে এসেছে। এমতাবস্থায় সংগঠনবিরোধী এমন কর্মকাণ্ডের জন্য কেন সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, তা ২২ নভেম্বরের মধ্যে কেন্দ্রীয় কমিটির সভাপতি আবদুল মনোয়ার মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়নের কাছে লিখিতভাবে জানানোর নির্দেশ দেওয়া হলো।’
কারণ দর্শানোর নোটিশের বিষয়ে মাহবুবুর আলম লাভলুর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
এ প্রসঙ্গে জামালপুর জেলা যুবদলের আহ্বায়ক সজিব খান জানান, ‘আমরা কল রেকর্ডটি শুনেছি এবং বিষয়টি কেন্দ্রীয় নেতাদের নজরে এসেছে। তারা প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছেন। দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হবে, এমন কাজের সুযোগ নেই।’
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫