|
প্রিন্টের সময়কালঃ ২৪ ফেব্রুয়ারি ২০২৫ ১১:০৫ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ০৯ ফেব্রুয়ারি ২০২৫ ০৩:৪৯ অপরাহ্ণ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় ২ যুবলীগ নেতা গ্রেপ্তার


বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় ২ যুবলীগ নেতা গ্রেপ্তার


ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি:-

 

পাবনার ঈশ্বরদীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দুই যুবলীগ নেতা গ্রেপ্তার হয়েছেন। গ্রেপ্তারকৃতদের মধ্যে একজন হলেন সলিমপুর ইউনিয়ন যুবলীগের সিনিয়র সহসভাপতি এসএম মনোয়ার হোসেন এবং অন্যজন পাকশী ইউনিয়নের ৪নং ওয়ার্ড যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম। রোববার ভোরে তাদের গ্রেপ্তার করে পুলিশ।
 

এ বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরদী থানার পরিদর্শক (ওসি) শহিদুল ইসলাম শহিদ।
 

এসএম মনোয়ার হোসেন চরমিরকামারী গ্রামের এসএম মহির উদ্দিনের ছেলে এবং সিরাজুল ইসলাম পাকশী ইউনিয়নের চররূপপুর গ্রামের আব্দুল করিমের ছেলে।
 

পুলিশ জানায়, সারাদেশে চলমান ‘অপারেশন ডেভিল হান্ট’-এর অংশ হিসেবে বিশেষ অভিযান চালিয়ে ঈশ্বরদী থানা পুলিশ তাদের গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার সঙ্গে সরাসরি জড়িত ছিলেন এবং তারা ঈশ্বরদী থানার মামলা নম্বর ১০(৮)২৪ এর আসামি ছিলেন। গ্রেপ্তারের পর রোববার বিকেলে তাদের আদালতের মাধ্যমে পাবনা জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন ওসি শহিদুল ইসলাম।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫