|
প্রিন্টের সময়কালঃ ০৮ নভেম্বর ২০২৫ ১০:৩২ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ০৮ নভেম্বর ২০২৫ ০৪:২৪ অপরাহ্ণ

হাসিনা-আওয়ামী লীগ নিয়ে রাজনৈতিক দলগুলোকেই সিদ্ধান্ত নিতে হবে: প্রেস সচিব


হাসিনা-আওয়ামী লীগ নিয়ে রাজনৈতিক দলগুলোকেই সিদ্ধান্ত নিতে হবে: প্রেস সচিব


প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, শেখ হাসিনা ও আওয়ামী লীগকে ঘিরে এখন দেশের সব রাজনৈতিক দলকেই নিজেদের অবস্থান স্পষ্ট করতে হবে।
 

শনিবার (৮ নভেম্বর) দুপুরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
 

শফিকুল আলম বলেন, “শেখ হাসিনা ১৮ কোটি মানুষকে টেররিস্ট বলেছেন। তার মানে, দেশের সবাই কি টেররিস্ট? সবাইকে হত্যা করে তিনি কি আবার ক্ষমতায় ফিরতে চান? আমার মনে হয়, শেখ হাসিনা ও আওয়ামী লীগকে নিয়ে এখন সব রাজনৈতিক দলকেই সিদ্ধান্ত নিতে হবে।”
 

গণভোট ইস্যুতে রাজনৈতিক দলগুলোর অনিশ্চয়তাকে দায়ী করে প্রেস সচিব বলেন, “এখন যদি রাজনৈতিক দলগুলো সিদ্ধান্তে না পৌঁছায়, তাহলে অন্তর্বর্তীকালীন সরকারই সিদ্ধান্ত নেবে।”
 

জুলাই চার্টার নিয়ে সমালোচনার জবাবে তিনি প্রশ্ন তোলেন, “অনেকে বলছেন, জুলাই চার্টার প্রণয়নের সময় কৃষক, নারী, শ্রমিকদের সঙ্গে কথা হয়নি। তাহলে রাজনৈতিক দলগুলো কি এসব শ্রেণির প্রতিনিধিত্ব করে না?”
 

তিনি আরও বলেন, “জুলাই চার্টারে দেশের প্রায় সব বিষয়ের প্রতিফলন ঘটেছে। নির্বাচন শেষে চাইলে আবারও সংলাপের মাধ্যমে কিছু বিষয় যুক্ত করা যেতে পারে।”
 

জাতীয় নির্বাচন প্রসঙ্গে শফিকুল আলম জানান, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন অনুষ্ঠিত হবে। “প্রধান উপদেষ্টা ও অন্যান্য উপদেষ্টারা নির্বাচনের প্রস্তুতিতে কাজ করছেন। নির্বাচন নিয়ে কোনো সংশয় নেই,”—যোগ করেন তিনি।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫