|
প্রিন্টের সময়কালঃ ১৯ এপ্রিল ২০২৫ ০৯:০১ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১৭ জুলাই ২০২৩ ০২:২৩ অপরাহ্ণ

মুক্তি পেল ‘তাকদীর’-এর দক্ষিণি রিমেক ‘দয়া’র ট্রেলার


মুক্তি পেল ‘তাকদীর’-এর দক্ষিণি রিমেক ‘দয়া’র ট্রেলার


০২০ সালে মুক্তির পর ব্যাপকভাবে প্রশংসিত হয় থ্রিলার ঘরানার সিরিজ ‘তাকদীর’। স্ট্রিমিং প্ল্যাটফর্ম হইচইতে মুক্তি পাওয়া সৈয়দ আহমেদ শাওকীর সিরিজটির প্রধান চরিত্রে দেখা যায় চঞ্চল চৌধুরীকে। 

গত মাসেই জানা যায়, সিরিজটির তেলেগু রিমেক হচ্ছে। এবার মুক্তি পেল ‘তাকদীর’-এর দক্ষিণি রিমেক ‘দয়া’র ট্রেলার।


‘তাকদীর’ হইচইতে প্রচার হলেও এর হিন্দি রিমেক ‘দয়া’ প্রচার হবে স্ট্রিমিং প্ল্যাটফর্ম ডিজনি প্লাস হটস্টারে। আজ রোববার দুপুরে প্ল্যাটফর্মটির ইউটিউব চ্যানেলে মুক্তি পায় ২ মিনিট ৮ সেকেন্ডের ট্রেলার। 

যেখানে দেখা যায়, এক ফ্রিজার ভ্যানচালকের জার্নির গল্প; কাজে বেরিয়ে ভয়ংকর এক বিপদের মুখে পড়ার পর তাঁর সঙ্গে কী হয়, তারই ঝলক দেখা গেছে ট্রেলারজুড়ে।

পবন সাদিনেনি পরিচালিত সিরিজটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন জে ডি চক্রবর্তী। এই দক্ষিণি অভিনেতা হিন্দি, তামিল, তেলেগু, মালয়ালম, কন্নড় ভাষায় সিনেমায় কাজ করেছেন। 


রাম গোপাল ভার্মার ‘সত্য’ তাঁর অন্যতম উল্লেখযোগ্য কাজ। তিনি ছাড়াও ‘দয়া’–তে অভিনয় করেছেন এশা রেব্বা, কমল কামারাজু প্রথম।

‘দয়া’ মুক্তি পাবে আগামী ৪ আগস্ট। এর আগে ‘তাকদীর’-এর তেলেগু রিমেক নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া প্রতিক্রিয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন চঞ্চল চৌধুরী।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫