|
প্রিন্টের সময়কালঃ ১৯ এপ্রিল ২০২৫ ০১:৪৫ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১৩ নভেম্বর ২০২৪ ০৩:০০ অপরাহ্ণ

ভারত বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে: মির্জা ফখরুল


ভারত বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে: মির্জা ফখরুল


ঢাকা প্রেস,স্টাফ রিপোর্টার (ঠাকুরগাঁও):-

 

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন যে ভারত বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে এবং তিনি দাবি করেন যে ফ্যাসিবাদের মূল কেন্দ্র ভারতেই অবস্থান করছে।
 

বুধবার (১৩ নভেম্বর) সকালে ঠাকুরগাঁও শহরের কালিবাড়িতে নিজ বাসভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
 

মির্জা ফখরুল আরও বলেন, দেশের অর্থনৈতিক ও রাজনৈতিক সংকট মোকাবিলায় একটি নির্বাচিত সংসদের প্রয়োজনীয়তা অত্যন্ত জরুরি। তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারকে সংস্কারের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণসহ নির্বাচন কমিশন সংস্কার করে দ্রুত একটি নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করতে হবে।
 

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে মির্জা ফখরুল বলেন, প্রশাসন বা কোনো প্রতিষ্ঠান নিয়ন্ত্রণের বিষয়ে বিএনপির পক্ষ থেকে কোনো চাপ প্রয়োগ করা হচ্ছে না। বরং সারাদেশের নেতাকর্মীদের এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।
 

এর আগে, ঠাকুরগাঁওয়ে জেলা বিএনপির নতুন টিনসেড কার্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপন করেন মির্জা ফখরুল। পরবর্তীতে তিনি জেলা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে একটি বর্ধিত সভায় অংশগ্রহণ করেন।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫