|
প্রিন্টের সময়কালঃ ২০ জুলাই ২০২৫ ০১:১৫ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ০১ জুন ২০২৫ ০৩:১৯ অপরাহ্ণ

মবের নামে নাশকতার সুযোগ নেই এখন — সেনা কর্মকর্তার মন্তব্যে সারজিস আলম


মবের নামে নাশকতার সুযোগ নেই এখন — সেনা কর্মকর্তার মন্তব্যে সারজিস আলম


ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-


 

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদেরের বাসভবনে হামলা ও ভাঙচুরের ঘটনায় শনিবার দিবাগত রাত থেকে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এই প্রেক্ষাপটে সেনাবাহিনী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও বিএনপির কয়েকজন নেতাকে ডেকে নিয়ে জিজ্ঞাসাবাদ করে।
 

ঘটনার সময় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম ঘটনাস্থলে পৌঁছান এবং সেনাবাহিনীর ৭২ পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কাইয়ুমের সঙ্গে আলোচনায় বসেন।
 

এই আলোচনায় ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কাইয়ুম বলেন,

"যতক্ষণ শরীরে রক্ত আছে, ততক্ষণ দেশের বিরুদ্ধে কাজ করে এমন কাউকে আমরা প্রমোট করব না। এখন থেকে যে কেউ জনগণের অসুবিধা করে, মবের নামে নাশকতা চালায়, ঘরবাড়ি ভাঙচুর করে—তাদের কোনো সুযোগ নেই। সংশ্লিষ্ট দলগুলোর উদ্দেশে আমাদের বার্তা স্পষ্ট: এসব সহ্য করা হবে না।"
 

উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাত পৌনে ৯টার দিকে রংপুরের সেনপাড়া এলাকায় জি এম কাদেরের ‘দ্য স্কাই ভিউ’ বাসভবনে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। ঘটনার সময় তিনি নিজেই বাড়িতে অবস্থান করছিলেন। এ ঘটনার জেরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, এনসিপি ও জাতীয় পার্টির নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং কয়েক দফা ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
 

শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে পায়রা চত্বর এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা ও মহানগর কমিটির আহ্বায়ক ইমরান আহমেদ ও ইমতিয়াজ আহমেদ ইমতিকে সেনাবাহিনী জিজ্ঞাসাবাদ করে। স্থানীয় বিএনপির নেতারাও তখন জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন।
 

বৃষ্টিভেজা রাতে ঘটনাস্থলে ছুটে যান সারজিস আলম। পরে রাত ২টার দিকে তিনি ঘটনাস্থল ত্যাগ করেন।
 

সেনাবাহিনীর সঙ্গে আলোচনার পর সারজিস আলম সাংবাদিকদের বলেন,

"তদন্তের প্রয়োজনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, বিএনপি, জামায়াত কিংবা আমাদের দল এনসিপি—যে কাউকে জিজ্ঞাসাবাদ করা যেতে পারে। আমরা এতে কোনো আপত্তি দেখি না। তবে গভীর রাতে এমন পদক্ষেপ কিছুটা দৃষ্টিকটু। আমাদের প্রত্যাশা, অফিস আওয়ারে দিনেদিনেই এসব প্রক্রিয়া পরিচালনা করা হোক। আমরা সর্বাত্মক সহযোগিতা করতে প্রস্তুত।"


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫