মনোহরগঞ্জে বাসচাপায় অটোচালকসহ দু’জন নিহত

আবুল কালাম আজাদ ভূঁইয়া,কুমিল্লা প্রতিনিধি:-
কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের মনোহরগঞ্জের খিলা রেলগেইটে নিলাচল পরিবহনের একটি যাত্রীবাহী বাসের চাপায় অটোচালকসহ দু’জন নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, নোয়াখালী থেকে ছেড়ে আসা ঢাকা অভিমুখী নিলাচল সার্ভিসের (ঢাকা মেট্রো ব-১৫-৯০৯১) বাসটি খিলা বাজারের দক্ষিণ পাশের রেলগেইট এলাকায় একটি অটোরিকশাকে চাপা দেয়।
এসময় অটোযাত্রী মনোহরগঞ্জ উপজেলার সাতেস্বর গ্রামের শাহ আলম (৬০) ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত হন অটোচালক বাদল (১৮) ও তার বাবা বান্দুয়াইন গ্রামের সফিকুর রহমান (৬০)। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে বাদল মারা যান।
এ বিষয়ে লাকসাম হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আদিলুর রহমান বলেন, দুর্ঘটনার পরপরই বাসটি জব্দ করা হয়েছে। নিহতদের পরিবারের সাথে কথা বলে পরবর্তী আইনি ব্যবস্থা নেয়া হবে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫