মিয়ানমারে বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে উদ্ধারকারী ও মেডিকেল টিমের কার্যক্রমের সর্বশেষ পরিস্থিতি

আরিফুজ্জামান (সাগর),বিশেষ প্রতিনিধি:-
০৯ এপ্রিল ২০২৫ (বুধবার): মিয়ানমারে ভূমিকম্পে বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে উদ্ধার ও চিকিৎসা সহায়তা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায়, গতকাল মিয়ানমারের রাজধানী নেপিডোতে ধ্বসে পড়া সরকারি আবাসিক এলাকার ভবনসমূহ পরিদর্শন করা হয় এবং ক্লিয়ারিং অপারেশনের জন্য প্রতিবেদন দেওয়া হয়।
উদ্ধার কার্যক্রমের পাশাপাশি, গতকাল বাংলাদেশের চিকিৎসক দল কর্তৃক গুরুতর আহত ০৪ জন রোগীর জটিল অস্ত্রোপচারসহ সর্বমোট ২৩২ জন রোগীকে চিকিৎসা সেবা প্রদান করা হয়। অদ্যাবধি বাংলাদেশের মেডিকেল টিম কর্তৃক সর্বমোট ৮৫১ জন রোগীকে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।
উল্লেখ্য যে, বিধ্বংসী ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মিয়ানমারের উদ্দেশ্যে তৃতীয় পর্যায়ে গতকাল প্রায় ১২০ মেট্রিক টন ত্রাণ (শুকনো খাবার, জরুরি ঔষধ ও চিকিৎসা সামগ্রী, বিশুদ্ধ পানি, তাবু, কম্বল এবং অন্যান্য দ্রব্য সামগ্রী) নিয়ে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ 'বানৌজা সমুদ্র অভিযান' চট্টগ্রাম বন্দর ত্যাগ করেছে। জাহাজটি আগামী ১১ এপ্রিল ২০২৫ তারিখে মিয়ানমারের ইয়াঙ্গুন বন্দরে পৌঁছাবে বলে আশা করা যায়।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫