|
প্রিন্টের সময়কালঃ ২৯ জুলাই ২০২৫ ০২:১০ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১২ জুলাই ২০২৪ ০৬:১৫ অপরাহ্ণ

 ঢাকায় ৬ ঘণ্টায় ১৩০ মিমি বৃষ্টি! জলাবদ্ধতায় বিপাকে পরীক্ষার্থীসহ সাধারণ মানুষ


 ঢাকায় ৬ ঘণ্টায় ১৩০ মিমি বৃষ্টি! জলাবদ্ধতায় বিপাকে পরীক্ষার্থীসহ সাধারণ মানুষ


ঢাকা প্রেস প্রতিবেদক


আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, গতকাল বৃহস্পতিবার থেকেই শুরু হওয়া বৃষ্টি আজ শুক্রবার সকাল থেকেই ঢাকায় তীব্র রূপ ধারণ করে। সকাল ৬টা থেকে শুরু হয়ে ১২টা পর্যন্ত ১৩০ মিমি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির জানিয়েছেন, আজ সারা দিন কম-বেশি বৃষ্টি হবে। তবে শনিবার থেকে বৃষ্টিপাতের প্রবণতা কমে আসবে। বৃষ্টি কমে আসলে তাপমাত্রা কিছুটা বেড়ে যাবে এবং সামনের সপ্তাহে ভ্যাপসা গরম অনুভূত হবে।

 

ভোর থেকে শুরু হওয়া বৃষ্টিতে, ঢাকার বিভিন্ন এলাকায় তীব্র জলাবদ্ধতা দেখা দিয়েছে। ১৮তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষায় অংশ নেওয়া পরীক্ষার্থীসহ সাধারণ মানুষ বিপাকে পড়েছেন। টানা বৃষ্টির কারণে সড়কে কোথাও হাঁটুপানি, কোথাও কোমরসমান পানি জমেছে।
 

ছুটির দিন হওয়ায় যানবাহন কম থাকায়, অনেকে ভিজে ভিজেই গন্তব্যে যাচ্ছেন। কেউ কেউ ছাতা ব্যবহার করলেও তুমুল বৃষ্টিতে ভিজে একাকার। অনেকে হাঁটুপানি পেরিয়েই গন্তব্যে পৌঁছাচ্ছেন।
 

বৃষ্টিতে বেশি বিপাকে পড়েছেন, ১৮তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষায় অংশ নেওয়া চাকরিপ্রার্থীরা। অনেকেই যথাসময়ে বাসা থেকে বের হতে পারেননি। রাস্তায় তেমন বাস চলাচল করছে না। সিএনজি-রিকশাচালকরা ভাড়া দ্বিগুণ বাড়িয়ে দিয়েছেন।
 

প্রচণ্ড বৃষ্টিতে, রাজধানীর বিভিন্ন এলাকা ডুবে গিয়ে রাস্তায় অনেক গাড়ি বিকল হয়ে যানজটের সৃষ্টি করেছে। ডিএমপির ট্রাফিক বিভাগ রাজধানীবাসীকে বিভিন্ন গন্তব্যে যাওয়ার জন্য সময় হাতে নিয়ে বের হওয়ার অনুরোধ জানিয়েছে।
 

জলাবদ্ধতার কারণে বিপাকে পড়া এলাকাগুলো হল:

ফকিরাপুল, নয়াপল্টন, বায়তুল মোকাররম, শান্তিনগর, মালিবাগ মোড়, আরামবাগ, প্রগতি সরণি, নিউ মার্কেট, ধানমন্ডি রাপা প্লাজা, বংশাল, মিরপুর রোকেয়া সরণি, দয়াগঞ্জ মোড়, সায়দাবাদ বাস টার্মিনাল, নিমতলী, টয়েনবি সার্কেল রোড, ধানমন্ডি ২৭, এলিফ্যান্ট রোড, মৎস্যভবন, কাওরান বাজার, বিজয় সরণি, ঢাকা গেট ভিআইপি রোড, মিরপুর মাজার রোড।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫