|
প্রিন্টের সময়কালঃ ২০ এপ্রিল ২০২৫ ০২:০৪ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২৯ নভেম্বর ২০২৪ ০৯:৩৪ অপরাহ্ণ

তুরাগ তীরে জোবায়েরপন্থীদের পাঁচ দিনের ‘জোড় ইজতেমা’ শুরু


তুরাগ তীরে জোবায়েরপন্থীদের পাঁচ দিনের ‘জোড় ইজতেমা’ শুরু


ঢাকা প্রেস নিউজ
 

টঙ্গীর তুরাগ নদের তীরে তাবলিগ জামাতের আয়োজনে পাঁচ দিনব্যাপী ‘জোড় ইজতেমা’ শুরু হয়েছে। আজ শুক্রবার (১ ডিসেম্বর) থেকে এই ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু হয়, যেখানে দেশি-বিদেশি মুসল্লিদের অংশগ্রহণে অনুষ্ঠিত হচ্ছে গুরুত্বপূর্ণ বয়ান, জিকির-আজকার এবং বিশেষ আমল।
 

তাবলিগের শীর্ষ ওলামা ও মুরব্বিদের উপস্থিতিতে আয়োজিত এ ইজতেমা প্রতিবছর বিশ্ব ইজতেমার প্রস্তুতিমূলক ধাপে অনুষ্ঠিত হয়। আগামী ৩ ডিসেম্বর আখেরি মোনাজাতের মাধ্যমে এই পর্ব শেষ হবে। জোড় ইজতেমায় অংশগ্রহণ করছেন তিন চিল্লার সাথী, এক চিল্লা সম্পন্ন করা সাথী এবং দেশ-বিদেশের আলেমরা। বাদ ফজর পাকিস্তানের নাঈম শাহ সাহেব কালিমা, নামাজ, জিকির, ইকরামুল মুসলিমিন এবং তাবলিগের মৌলিক ছয় উসূল নিয়ে গুরুত্বপূর্ণ বয়ান দেন।
 

এরপর অনুষ্ঠিত হয় কারগুজারীর আমল। জুমার নামাজ আদায় করান কাকরাইলের মুরব্বি হাফেজ মাওলানা জোবায়ের। জুমার পর বয়ান করেন মাওলানা রবিউল হক, আর বাদ আসর মাওলানা ওমর ফারুক। মাগরিবের পর পুনরায় কারগুজারীর আমল অনুষ্ঠিত হয়।
 

জোড় ইজতেমাকে কেন্দ্র করে দেশ-বিদেশ থেকে আগত মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিত করতে নেওয়া হয়েছে কঠোর ব্যবস্থা। সাদা পোশাকে পুলিশ, গোয়েন্দা সংস্থার সদস্য এবং সেনাবাহিনীর সদস্যরা প্রস্তুত রয়েছে। পাশাপাশি ময়দানের চারপাশে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।
 

এই জোড় ইজতেমার প্রথম পর্বে মাওলানা জোবায়েরপন্থীরা অংশগ্রহণ করছেন। দ্বিতীয় পর্বে, ২০ ডিসেম্বর থেকে ২৪ ডিসেম্বর, মাওলানা সাদপন্থীরা অংশ নেবেন।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫