ঝিনাইদহে বিএনপি নেতাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, ৬ আহত

ঢাকা প্রেস,ঝিনাইদহ প্রতিনিধি:-
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কোলা বাজারে শুক্রবার (৮ নভেম্বর) সন্ধ্যায় বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ৬ জন আহত হয়েছেন। কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজকে কেন্দ্র করে এই সংঘর্ষের সূত্রপাত।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কোলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শুকুর আলী এবং যুবদল নেতা জলিল রানা, উভয়ই সাইফুল ইসলাম ফিরোজের সমর্থক। তাদের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। শুক্রবার সন্ধ্যায় কোলা বাজারে উভয় পক্ষের সমর্থকরা মুখোমুখি হলে সংঘর্ষ বাধে। এ সময় বোমা বিস্ফোরণের শব্দও শোনা যায়।
আহতদের মধ্যে কোলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শুকুর আলী, যুবদল নেতা জলিল রানা এবং স্থানীয় আরও কয়েকজন রয়েছেন। তাদেরকে উদ্ধার করে কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। গুরুতর আহত সিদ্দিককে যশোর সদর হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
এ ঘটনায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত করছে এবং সংঘর্ষে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫