|
প্রিন্টের সময়কালঃ ১৪ সেপ্টেম্বর ২০২৫ ০৫:২৫ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১৮ ডিসেম্বর ২০২৪ ১০:২৯ পূর্বাহ্ণ

কাজী মফিজুল ইসলাম কল্যাণ ট্রাস্টের মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। 


কাজী মফিজুল ইসলাম কল্যাণ ট্রাস্টের মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। 


ঢাকা প্রেস
মোঃ কাউছার পাটোওয়ারী (চাঁদপুর) বিশেষ প্রতিনিধি:

 

হাজীগঞ্জ উপজেলার ১নং রাজারগাঁও ইউনিয়নের সাবেক  ইউপি চেয়ারম্যান মরহুম কাজী মফিজুল ইসলাম স্মৃতি বিজড়িত মানবতার কল্যাণে কাজী মফিজুল ইসলাম  কল্যাণ ট্রাস্টের উদ্যোগে প্রতি বছরের ন্যায় মেধা যাছাই বৃত্তি পরীক্ষা-২০২৪ সম্পন্ন হয়েছে।
 

কাজী মফিজুল ইসলাম কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান লন্ডন প্রবাসি কাজী জহিরুল ইসলাম জুয়েল, কো-চেয়ারম্যান কাজী জাহিদুল ইসলাম জিলন, কো-চেয়ারম্যান এডভোকেট কাজী শিরিন সুলতানা মুক্তা, সদস্য সচিব কাজী মোহাম্মদ মাসুদ আলন , মেধা বৃত্তি প্রকল্পের আহবায়ক এস.এম. জয়নাল আবেদীনের সার্বিক পরিচালনায়  ১৫ ডিসেম্বর রবিবার  মেনাপুর বাদশামিয়া উচ্চ বিদ্যালয়ে মেধা যাছাই বৃত্তি পরীক্ষা  হয়।
 

পরীক্ষায় জেলার ৩টি উপজেলা হাজীগঞ্জ, মতলব ও কচুয়ার প্রাথমিক ও মাধ্যমিকের ৬২টি শিক্ষা প্রতিষ্ঠান পরীক্ষায় অংশগ্রহণ করে।
 

৫ম ও ৮ম শ্রেণির ৩১৭ জন পরীক্ষার্থী রেজিস্ট্রেশনভুক্ত হয়। এতে ২৭৫ জন ছাত্র-ছাত্রী পরীক্ষায় অংশগ্রহণ করে। বৃত্তি পরীক্ষাটি সুন্দরভাবে সম্পূর্ণ করার জন্য   হল সুপারের দায়িত্বে ছিলেন প্রভাষক  জনাব মোঃ সাবের হোসেন,  এবং পর্যবেক্ষক এর দায়িত্ব পালন করেন বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত  প্রায় ৩০ জনের মত সম্মানিত শিক্ষক বৃন্দ।
 

এসময় পরীক্ষার হল পরিদর্শন করেন ও পরীক্ষা পরিচালনা পরিষদের সদস্যদের সাথে সাক্ষাত করেন রাজারগাঁও ইউপি চেয়ারম্যান মফিজুল ইসলাম । কল্যাণট্রাস্টের সবাইকে এ মহতি কাজের জন্য ধন্যবাদ জানান।  এসময় উপস্থিত ছিলেন : কাজী মিজানুর রহমান,  শাহ আলম খান, হাবিব ঢালী,কাজী মামুন,হারুন প্রধানীয়া,সোহেল ঢালী,কাউসার পাটোয়ারী,খোকন প্রধানীয়া,সেলিম বকাউল সহ বিভিন্ন এলাকা থেকে আগত গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের সদস্যবৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ উপস্থিত ছিলেন।                        

তুলনামূলক পিছিয়ে থাকা আমাদের এই অঞ্চলকে -দেশকে তথা দেশের শিক্ষা-খাতকে বাঁচাতে মেধাবীদেরকে টেনে নিয়ে আসতে হবে। 

কাজী মফিজুল ইসলাম কল্যান ট্রাস্টের কো-চেয়ারম্যান কাজী জাহিদুল ইসলাম জিলন, এড. কাজী শিরিন সুলতানা মুক্তা এবং চেয়ারম্যান জনাব কাজী জহিরুল ইসলাম জুয়েল সাহেবগণ সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে। 

 

মেধাবৃত্তি  ২০২৪ এর এবারের সম্মিলিত মেধা তালিকায় অষ্টম শ্রেণি ও পঞ্চম শ্রেণির প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অধিকারকারী আগামী এক বছরের স্কুলের মাসিক বেতন ট্রাস্ট পক্ষ থেকে পরিশোধ করার ঘোষণা দিচ্ছি। কাজী মোঃ মাসুদ আলম, পরীক্ষা নিয়ন্ত্রক।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫