|
প্রিন্টের সময়কালঃ ০৪ এপ্রিল ২০২৫ ১১:১০ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২২ সেপ্টেম্বর ২০২৪ ১২:৫৭ অপরাহ্ণ

রাঙ্গামাটিতে অবরোধ ও ধর্মঘট: জনজীবনে বিঘ্ন


রাঙ্গামাটিতে অবরোধ ও ধর্মঘট: জনজীবনে বিঘ্ন


ঢাকা প্রেস
রাঙ্গামাটি প্রতিনিধি:-



রাঙ্গামাটিতে ৭২ ঘণ্টার অবরোধ ও পরিবহন ধর্মঘটের কারণে জনজীবন স্তব্ধ হয়ে পড়েছে। পৃথক দুটি সংগঠনের ডাকা এই ধর্মঘটের দ্বিতীয় দিনেও পরিস্থিতি অব্যহত রয়েছে।

 

খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে সহিংসতার ঘটনার প্রতিবাদে পাহাড়ি ছাত্র-জনতা এবং আঞ্চলিক সংগঠনগুলো সড়ক ও নৌপথ অবরোধের ডাক দিয়েছে। অন্যদিকে, যানবাহন ভাঙচুর ও চালকদের ওপর হামলার প্রতিবাদে মালিক-শ্রমিক ঐক্য পরিষদ সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ ঘোষণা করেছে।
 

এই অবরোধ ও ধর্মঘটের ফলে রাঙ্গামাটিতে সকল ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। শহরবাসীকে সীমাহীন দুর্ভোগের মধ্যে দিন কাটাতে হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইন শৃঙ্খলা বাহিনী অতিরিক্ত সদস্য মোতায়েন করেছে এবং টহল জোরদার করেছে।
 

শুক্রবার থেকেই রাঙ্গামাটিতে ১৪৪ ধারা জারি করা হয়েছে যা এখনো বলবৎ রয়েছে।
 

এই ঘটনাটি রাঙ্গামাটির সাম্প্রতিক সহিংসতার পরিপ্রেক্ষিতে ঘটছে। অঞ্চলটিতে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সরকার ও সংশ্লিষ্ট সকলের দ্রুত পদক্ষেপ নেওয়া আবশ্যক।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫