পলাশবাড়ীতে মেডিকেল কলেজে ভর্তি হয়ে ও টাকার অভাবে লেখাপড়া বন্ধ হয়ে গেছে শিমুলের!
সিরাজুল ইসলাম রতন,গাইবান্ধা প্রতিনিধি:-
গাইবান্ধার পলাশবাড়ীতে এমবিবিএস ভর্তি পরীক্ষায় ৫০৯ তম স্থান অধিকার করে শহিদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ এ ভর্তি হয়ে টাকার অভাবে লেখাপড়া লেখা পড়া বন্ধ হয়ে গেছে দরিদ্র ঘরের সন্তান শিমুলের।
তথ্যানুসন্ধানে যানাযায় উপজেলার বেতকাপা ইউপির পুর্ব নয়ানপুর গ্রামের কাঠ মিস্ত্রি কালু মিয়ার ছেলে এমবিবিএস ভর্তি পরীক্ষায় অংশ গ্রহণ করে মেধা তালিকায় উর্ত্তীন্ন হয়।
গরীব কাঠ মিস্ত্রি কালুর মিয়ার অভাব অনটনের সংসারে ধার দেনা করে ছেলে কে কোনমতে মেডিকেলে ভর্তি করে দেয়।কিন্তু ভর্তির পর প্রয়োজনীয় বই,বিভিন্ন ফি সহ খাওয়া খরচ চালানোর মত সামর্থ এই পরিবারের নেই।ফলে তার লেখাপড়া প্রায় বন্ধ হয়ে যাচ্ছে। তার ভবিষ্যত অনিশ্চিত হয়ে পরেছে।গরীব বাবা সন্তানের লেখাপড়ার জন্য সমাজের বিত্তবানসহ সরকারের সার্বিক সহযোগিতা কামনা করেছেন।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫