ঈদে তিন শতাধিক নাটক নিয়ে ব্যস্ত নির্মাতারা
বিনোদন ডেস্ক:
ঈদ মানেই ছোট পর্দায় রঙিন আয়োজন। দর্শকের অপেক্ষা, নির্মাতাদের ব্যস্ততা—সব মিলিয়ে টেলিভিশন নাটকের জগতে শুরু হয়ে গেছে ঈদের প্রস্তুতি। এবারও তার ব্যতিক্রম নয়। মাত্র দুই মাস বাকি থাকায় নির্মাতারা ইতোমধ্যে ঈদ নাটক ও টেলিছবির কাজের শেষ পর্যায়ে রয়েছেন।
অভিনেতা ও নির্মাতা আবুল হায়াত আজ থেকেই ঈদের নাটক ‘সখিনা’-এর শুটিং শুরু করেছেন। এটি রাবেয়া খাতুনের গল্প অবলম্বনে তৈরি এবং চিত্রনাট্যও আবুল হায়াত নিজেই লিখেছেন। তিনি জানান, “নাটকের শুটিং আজ গাজীপুরের নক্ষত্রবাড়িতে শুরু হয়েছে। টানা শুটিংয়ের মাধ্যমে ঈদের আয়োজনের আগে কাজ শেষ করতে চাই।”
নির্মাতা মুহম্মদ মোস্তফা কামাল জানান, তিনি এবার একাধিক নাটক নিয়ে হাজির হবেন। তিনি বলেন, “গল্পে নতুনত্ব থাকবে—এমন নাটক নির্মাণ করতে চাই। শুটিং এখনও শুরু হয়নি, জাতীয় সংসদ নির্বাচনের পর কাজ শুরু করব।”
ঈদে হাস্যরসাত্মক নাটকের সঙ্গে রোমান্টিক ও পারিবারিক গল্পের নাটকেরও চাহিদা থাকে। অভিনেতা ও নির্মাতা শামীম জামান জানান, এবারের ঈদে দর্শক ভিন্ন ধরনের নাটক উপভোগ করবেন। নাটকের মধ্যে থাকবে হাস্যরস, বক্তব্যধর্মী গল্প এবং কিছু চমক।
খণ্ড নাটকের পাশাপাশি ঈদ ধারাবাহিকের জনপ্রিয়তাও বেড়েছে। নির্মাতা রাকেশ বসু ‘জাদুকর মোতালেব ২’, ‘জামাই কার?’ ও ‘সিন্ডিকেট বাদল’ নাটকগুলো নির্মাণ করেছেন, যা যথাক্রমে আরটিভি, দীপ্ত টিভি ও এনটিভিতে প্রচার হবে।
সালাহউদ্দিন লাভলু এবার ‘সত্য সংকট’ নামে নাটক পরিচালনা করেছেন, যা চ্যানেল আইতে প্রচার হবে। নাটকে অভিনয় করেছেন জাকিয়া বারী মমসহ অনেকে, আর লাভলু নিজেও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন।
নির্মাতা কাজল আরেফিন অমি এবং সাগর জাহানও ঈদের নাটক নিয়ে ব্যস্ত। সাগর জাহানের নির্মিত ‘ছিটকিনি’ নাটকের শুটিং সম্প্রতি রাজধানীর উত্তরা সম্পন্ন হয়েছে। ঔপন্যাসিক দেবল দেবশর্মার গল্প ‘খিল’ অবলম্বনে আশরাফুল চঞ্চল নাট্যরূপ দিয়েছেন।
অভিনেতা ও নির্মাতা সোহেল আরমান বর্তমানে বিটিভিতে প্রচারিত ধারাবাহিক ‘জল জোছনা’-র কাজের পাশাপাশি ঈদের জন্য ‘শেষ ইচ্ছে’ খণ্ড নাটকের স্ক্রিপ্ট জমা দিয়েছেন। নির্মাতা বর্ণনাথ ‘সোনার চেইন’ নাটকের মাধ্যমে ঈদ আয়োজনের অংশ হিসেবে হাজির হচ্ছেন।
মোট প্রায় তিন শতাধিক নির্মাতা এবার ঈদে দর্শকের জন্য নতুন নাটক ও টেলিছবি নিয়ে হাজির হবেন। তবে অনেক নির্মাতা এবার ওটিটি প্ল্যাটফর্মের কাজে ব্যস্ত থাকায় ছোট পর্দায় ঈদের কাজ সীমিত।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬