নিউইয়র্কে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমকে হেনস্তার চেষ্টা

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমকে হেনস্তার চেষ্টা করা হয়েছে।
স্থানীয় সময় রোববার সন্ধ্যায়, নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট অফিসে প্রবেশের সময়, কিছু আওয়ামী লীগ কর্মী ও সমর্থক তাকে বাধা দিতে গিয়ে হেনস্তার চেষ্টা করেন।
জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে কনস্যুলেট অফিস রোববার একটি অনুষ্ঠান আয়োজন করেছিল। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম।
মাহফুজ আলম যখন অফিসে প্রবেশ করছিলেন, তখন কনস্যুলেটের বাইরে আওয়ামী লীগের পতাকা হাতে কিছু কর্মী ও সমর্থক ‘জয় বাংলা’, ‘জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেয়। তারা উপদেষ্টার দিকে ডিম ছুঁড়ে এবং বিভিন্ন ধরনের স্লোগান দেন। এছাড়া কনস্যুলেট ভবনের কাচের দরজা ভাঙচুর করা হয়।
ওয়াশিংটন ডিসি থেকে আসা বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা বিশেষ অতিথির বক্তব্যে বলেন, “এক দেশে রাজতন্ত্র ছিল, রাজা ছিলেন, তার পরিবার দেশ নিয়ন্ত্রণ করত। ছাত্র জননেতারা রক্ত দিয়ে সেই রাজতন্ত্র পতন ঘটিয়েছেন। এখন কেউ মাহফুজ আলমের বিরুদ্ধে কটূক্তি বা হেনস্থা করলে এটিই স্বাভাবিক।”
প্রধান অতিথির বক্তব্যে মাহফুজ আলম প্রবাসীদের জুলাই আন্দোলনে অংশগ্রহণের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “জুলাই আন্দোলনের সনদে প্রবাসীদের অবদান উল্লেখ থাকবে। আমি কোনো রাজনৈতিক দলের অংশীজন নই। আমাদের কামনা, ভবিষ্যতে যে দলই ক্ষমতায় আসুক, তারা জুলাই চেতনা ধারণ করে দেশ পরিচালনা করবে। রাষ্ট্র হবে দুর্নীতিমুক্ত ও জবাবদিহিমূলক। নিজের রাজনৈতিক চেতনার চেয়ে দেশকে সর্বোচ্চ প্রাধান্য দিতে হবে।”
অনুষ্ঠানে উপদেষ্টা মাহফুজ আলম উন্মুক্ত প্রশ্নোত্তর পর্বও পরিচালনা করেন। বাংলাদেশে ভারতীয় টেলিভিশন বা গণমাধ্যম বন্ধ করার আহ্বানকে কেন্দ্র করে তিনি বলেন, “আমি কোনো কিছু বন্ধ করার পক্ষে নই। আমি সবসময় বিকল্প ভালোর কথা বলি। আমি কোনো রাজনৈতিক দলের কার্যক্রম বন্ধ করতে চাই না।”
স্বাগত বক্তব্য দেন নিউইয়র্কের কনসাল জেনারেল মোহাম্মদ মোজাম্মেল হক। তিনি প্রশ্নোত্তর পর্বের সমন্বয় করেন। তবে রাত দশটায় কিছু হট্টগোল দেখা দেয়।
অনুষ্ঠানের সময় দেখা যায়, মাহফুজ আলম কবে বের হবেন, সেই জন্য কনস্যুলেটের বাইরে কিছু ব্যক্তি অপেক্ষা করেন। আওয়ামী লীগ নেতাকর্মীদের অবস্থান জানতে পেরে কনস্যুলেট পুলিশ ডাকে। স্থানীয় সময় রাত ১২টার পর, এনওয়াইপিডির (নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট) নিরাপত্তায় উপদেষ্টা মাহফুজ আলম কনস্যুলেট অফিস থেকে নিরাপদে বের হন।
তথ্য উপদেষ্টা মাহফুজ আলম যুক্তরাষ্ট্রে রাষ্ট্রীয় সফরে আসবেন এবং ২৭ আগস্ট পর্যন্ত দেশটিতে থাকবেন।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫