বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ও সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ।
বর্তমানে ভোটার তালিকায় অন্তর্ভুক্তির জন্য ১৮ বছর পূর্ণ হতে হয় পূর্ববর্তী বছরের ৩১ ডিসেম্বরের মধ্যে। নতুন এই অধ্যাদেশের ফলে সেই সময়সীমা আরোপিত না থেকে, নির্বাচনি তফসিল ঘোষণার অন্তত এক মাস আগে যাদের বয়স ১৮ বছর পূর্ণ হবে, তারাও ভোটার হতে পারবেন।
ফয়েজ আহম্মদ বলেন, "বর্তমান ব্যবস্থায় যারা ডিসেম্বরের মধ্যে ১৮ বছর পূর্ণ করেন না, তারা নির্বাচনের আগে ভোটার হতে পারেন না। ফলে একটি বড় অংশ ভোটাধিকার থেকে বঞ্চিত হন। নির্বাচন কমিশনের প্রস্তাব অনুযায়ী, তফসিল ঘোষণার আগ পর্যন্ত যারা যোগ্য, তাদের তালিকাভুক্ত করার সুযোগ সৃষ্টি করতেই এই সংশোধন।"
এদিন উপদেষ্টা পরিষদ আরও দুটি অধ্যাদেশের খসড়া অনুমোদন দেয়। এর মধ্যে রয়েছে ‘মানবদেহে অঙ্গ-প্রত্যঙ্গ সংযোজন অধ্যাদেশ, ২০২৫’। এতে অঙ্গদানের পরিধি সম্প্রসারণ করা হয়েছে।
প্রেস সচিব শফিকুল আলম জানান, “নতুন অধ্যাদেশ অনুযায়ী, মৃত্যুর পর মৃতদেহ থেকে কীভাবে অঙ্গ সংগ্রহ করা যাবে এবং তা কীভাবে প্রতিস্থাপন করা হবে—সে বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। এতে কিডনি প্রতিস্থাপনসহ অঙ্গ সংযোজনের প্রক্রিয়া সহজ হবে এবং তা আন্তর্জাতিক আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ থাকবে।”
এছাড়া ‘বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিংয়ের শর্তে চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ।
এক সাংবাদিকের প্রশ্নের জবাবে প্রেস সচিব শফিকুল আলম জানান, গোপালগঞ্জে সংঘটিত সাম্প্রতিক সহিংসতা ও প্রাণহানির ঘটনাগুলো তদন্তে গঠিত কমিটি ইতিমধ্যে কাজ শুরু করেছে। কমিটি ওইসব ঘটনার পেছনের কারণ, ঘটনার প্রকৃতি এবং জড়িতদের বিষয়ে বিস্তারিত অনুসন্ধান করবে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর।
সূত্র: বাসস।