ঘুষ গ্রহণকালে হাতেনাতে গ্রেপ্তার ডিএসসিসির ওয়ার্ড সচিব কুতুবউদ্দিন সোহেল

ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ২ নম্বর অঞ্চলের ৪ নম্বর ওয়ার্ড সচিব কুতুবউদ্দিন সোহেল ঘুষ গ্রহণের সময় দুর্নীতি দমন কমিশনের (দুদক) ফাঁদে পড়ে হাতেনাতে গ্রেপ্তার হয়েছেন। বুধবার দুপুরে লাইফ কেয়ার ডায়াগনস্টিক সেন্টারের ছাড়পত্র প্রদান বাবদ ঘুষ গ্রহণের সময় দুদকের একটি বিশেষ টিম অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। এ সময় ঘটনাস্থল থেকে ঘুষের টাকা ও অন্যান্য গুরুত্বপূর্ণ আলামত জব্দ করা হয়।
দুদক সূত্রে জানা গেছে, পূর্ব বাসাবোতে অবস্থিত লাইফ কেয়ার ডায়াগনস্টিক সেন্টারের ম্যানেজার মো. সাইফুল ইসলাম দুদকের সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১-এ একটি লিখিত অভিযোগ দাখিল করেন। অভিযোগে তিনি জানান, সেন্টারটি চালু করার জন্য প্রয়োজনীয় ছাড়পত্র সংগ্রহে গেলে ওয়ার্ড সচিব কুতুবউদ্দিন সোহেল সরেজমিন পরিদর্শন করেন। পরিদর্শনে কোনো ত্রুটি না পেলেও তিনি ছাড়পত্র দেওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ দাবি করেন।
অভিযোগে আরও বলা হয়, সচিব সোহেল হুমকি দেন যে, দাবি করা অর্থ প্রদান না করলে তিনি কোনোভাবেই ছাড়পত্র অনুমোদন করবেন না। অভিযোগকারী আরও জানান, সোহেল সাধারণত প্রতিটি সেবাপ্রার্থী থেকে একইভাবে ঘুষ আদায় করে থাকেন।
আইনের প্রতি শ্রদ্ধা রেখে এবং দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিতে সাইফুল ইসলাম কৌশলে ঘুষ দেওয়ার প্রস্তুতি নিয়ে দুদকের সহায়তা চান। এরপরই দুদকের টিম গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫