তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল — আপিল বিভাগের ঐতিহাসিক রায়
সংবিধানে পুনরায় নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফিরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ।
আজ বৃহস্পতিবার (২০ নভেম্বর) প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সাত সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এর মাধ্যমে ১৪ বছর আগে বাতিল হওয়া তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা আবার কার্যকর হতে যাচ্ছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এটি চতুর্দশ জাতীয় সংসদ নির্বাচন থেকেই কার্যকর হবে।
রায় ঘোষণার পর ব্রিফিংয়ে জানানো হয়, গত ১১ নভেম্বর শুনানি সমাপ্ত হওয়ার পর আজকের তারিখ নির্ধারণ করেছিলেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ। বহুল আলোচিত এই মামলায় বিএনপির পক্ষে যুক্তি উপস্থাপন করেন সিনিয়র আইনজীবী জয়নুল আবেদীন ও ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।
জামায়াতে ইসলামী’র পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির, পাঁচ বিশিষ্ট নাগরিকের পক্ষে যুক্তি দেন সিনিয়র আইনজীবী শরীফ ভূইয়া এবং রাষ্ট্রপক্ষে শুনানি পরিচালনা করেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। টানা ১০ কর্মদিবস ধরে এ মামলার শুনানি অনুষ্ঠিত হয়।
শুনানিতে আপিলকারী ও রাষ্ট্রপক্ষ উভয়ই মত দেন যে, দেশের গণতন্ত্র সুরক্ষার স্বার্থে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল প্রয়োজন। তাদের যুক্তি, ব্যবস্থা বাতিলের পর থেকেই দেশে রাজনৈতিক অস্থিরতা বাড়তে থাকে।
রায়ের প্রতিক্রিয়ায় বিএনপির আইনজীবী জয়নুল আবেদীন বলেন, “এই রায়ের মাধ্যমে দেশের জনগণ আবারও নিজেদের ভোট নিজেরা দিতে পারবেন। গণতন্ত্র রক্ষা পাবে। আজ আমরা সংঘাতময় রাজনীতি থেকে মুক্তির পথে এগোলাম।”
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫