সীতাকুণ্ড পৌরসদর ব্যবসায়ী দোকান মালিক সমিতির নির্বাচন সভাপতি নাসির,সাঃসম্পাদক রফিক নির্বাচিত

কাইযুম চৌধুরী,সীতাকুণ্ডঃ-
চট্টগ্রাম সীতাকু্ণ্ড সদর বাজার ব্যবসায়ী মালিক সমিতির নির্বাচন ১৯ জুলাই'২৫ সম্পন্ন হয়েছে।
সীতাকুণ্ড সরকারী বালক উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত সীতাকুণ্ড সদর ব্যবসায়ী সমিতির দ্বিবার্ষিক নির্বাচন কেন্দ্র পরিদর্শন করেছেন ইউএনও মোঃ ফখরুল ইসলাম,ওসি মোঃমুজিবুর রহমান, প্রিসাইডিং অফিসার অধ্যক্ষ দিদারুল আলম,জেলা বিএনপির যুগ্ম আহবায়ক কাজী সালাউদ্দিন, উপজেলা জামায়াতের আমীর মাওলানা মিজানুর রহমান,সেক্রেটারী মোঃ তাহের,নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক গাজী মোঃ সুজাউদ্দিন,সদস্য সচিব সাবেক উপজেলা জামায়াতের আমীর মাওলানা তাওহিদুল হক চৌধুরী,সদস্য জেলা বিএনপির সদস্য সামছুল আলম আজাদ,সদস্য পৌর বিএনপির সদস্য সচিব সালেহ আহমদ সলু,পৌর জামাতের আমীর হাফেজ আলী আকবর,সদস্য সাবেক কাউন্সিলর মোঃ রফিক।
জাতীয়তাবাদী পৌর সদর বাজার ব্যবসায়ী মালিক সমিতির সদস্য সচিব, এপিপি,এ্যাড,সরওয়ার হোসেন লাভলু।
শনিবার (১৯-জুলাই )ভোট সম্পন্ন হওয়ার পর ভোট গণনা শেষে রাত ০৩ টার সময় ফলাফল ঘোষণা করা হয়।
এতে সভাপতি পদে নাছির উদ্দীন ভূঁইয়া ৬৬০ ভোটে ও সাধারণ সম্পাদক পদে সাজ্জাদ হোসেন রফিক ৬৬৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।তাদের নিকটতম সভাপতি প্রার্থী জিয়াউদ্দিন পেয়েছেন ৬০১ পেয়েছে, সাধারণ সম্পাদক প্রার্থী কামাল উদ্দিন পেয়েছেন ৪৯৬ ভোট।
এ নির্বাচনে ১৩৯৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচিত অন্যান্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি দেলোয়ার হোসেন ৭৪৭ পেয়ে নির্বাচিত হয়েছেন তাঁর নিকটতম প্রার্থী সানন্দ সাগর পেয়েছেন ৫০২ ভোট, সহ-সভাপতি নূর মোহাম্মদপেপেছেন ৬৯৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তাঁর নিকটতম প্রার্থী নিজাম উদ্দিন পেয়েছেন ৫৪৬ ভোট, সহ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ৪৯০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে তার নিকটতম প্রার্থী মোতালেব পেয়েছেন ৪৬৭ ভোট,, সাংগঠনিক সম্পাদক আলা উদ্দীন ৬৫৫ পেয়ে নির্বাচিত হয়েছেন তার নিকটতম পিয়ারু পেয়েছেন ৫৯১ ভোট,, অর্থ সম্পাদক হেলাল উদ্দীন পেয়েছেন ৮৩৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তারঁ নিকটতম ডালিম পেয়েছেন ৪০৪ ভোট,, দপ্তর সম্পাদক শ্রীধাম চন্দ্র দে (বিনা-প্রতিদ্বন্দ্বীতায়), সহ দপ্তর সম্পাদক নূর উদ্দীন ৭১০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তার নিকটতম জাহাঙ্গীর পেয়েছেন ৫৩৭ ভোট। প্রচার সম্পাদক আনোয়ার হোসেন বাদশা ৮৯৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তার নিকটতম নিজাম পেয়েছেন ৩৫৫ ভোট।,সমাজ কল্যাণ সম্পাদক আবু তাহের ৬৬৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তার নিকটতম হাসান পেয়েছেন ৫৭৮ ভোট,ক্রীড়া সম্পাদক মোহন পাল ৭৯৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তার নিকটতম হেলাল উদ্দিন পেয়েছেন ৪৬৪ ভোট।
নির্বাচিত সাধারণ সদস্যরা হলেন, ১নং ওয়ার্ড আবির হোসেন,০২ নং ওয়ার্ডের জাহাঙ্গীর আলম, ০৩ নং ওয়ার্ডের মো: বাবলু, ০৪ নংওয়ার্ডের জসিম উদ্দীন ও ৫ নং ওয়ার্ডের মো: আজম সদস্য নির্বার্চিত হন।
নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক গাজী সুজাউদ্দিন প্রতিনিধিকে বলেন,স্বৈরাচার সরকার পতনের পর আমরা একটি সুষ্ঠ, নিরপক্ষ নির্বাচন উপহার দিলাম।
সদস্য সচিব মাওলানা তাওহিদুল হক চৌধুরী বলেন,গনতন্ত্রও নিরপক্ষ কি আমরা এই নির্বাচন কে মডেল হিসেবে রাষ্ট্র কে দেখিয়ে দিলাম।
সীতাকুণ্ড সদর জাতীয়তাবাদী ব্যবসায়ী মালিক সমিতির আহবায়ক এপিপি এ্যাড,সরওয়ার আলম লাভলু প্রতিনিধি কে বলেন, নিরপক্ষ,সুষ্ঠ ও যোগ্য ব্যক্তি নির্বাচিত হতে আমরা কাজ করেছি,ব্যবসায়ীরা ঠিকই বেছে নিয়েছে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫