ট্রাম্প-শি-মোদি এসে কিছু করে যাবে না, আমাদেরই করতে হবে — মির্জা ফখরুল

ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের উন্নয়ন ও সমস্যার সমাধানে বিদেশি নেতাদের ওপর ভরসা করে লাভ নেই। তিনি বলেন, “আমেরিকার ট্রাম্প, চীনের শি জিনপিং কিংবা ভারতের মোদি এসে কিছু করে দিয়ে যাবেন না—আমাদের নিজেদেরই এগিয়ে আসতে হবে।”
শনিবার রাজধানীতে আয়োজিত ‘রাষ্ট্রদূত সিরাজুল ইসলামের দূরদৃষ্টিতে ক্ষমতায়ন বাংলাদেশ: নেতৃত্ব, ঐক্য এবং প্রবৃদ্ধির পথে কূটনীতি ও শাসন ব্যবস্থা’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, “মুক্তিযুদ্ধের সময় যেমন আমরা এক হয়েছিলাম, তেমনি আজও ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ছাত্রদের ওপর গুলি চালানোর সময়, কিংবা গণঅভ্যুত্থানের মতো পরিস্থিতিতে জাতি এক হয়েছিল। এখনো সেই ঐক্যের প্রয়োজন।”
তিনি আরও বলেন, “স্বাধীনতার সময় আমাদের জনসংখ্যা ছিল সাত কোটি, আর এখন তা ১৮ কোটিতে পৌঁছেছে। একসময় খাদ্য ঘাটতি ছিল ২৮ লাখ মেট্রিক টন, এখন আমরা প্রায় স্বয়ংসম্পূর্ণ। এসব সম্ভব হয়েছে কৃষক ও কৃষি বিজ্ঞানীদের কঠোর পরিশ্রমে, যাদের আমরা যথাযথভাবে মূল্যায়ন করি না।”
ফখরুল বলেন, “গ্রামের শ্রমজীবী মানুষ, ১৫ হাজার টাকা বেতনে কাজ করা নারীরা—তারাই প্রকৃত উন্নয়নের নায়ক। তাদের কথা না ভাবলে দেশ এগোবে না। আমাদের নিজেকেই নিজেদের সহায়তা করতে হবে।”
শেষে তিনি বলেন, “আমি আশাবাদী—যদি আমরা সবাই বিশ্বাস করি, তাহলে দেশের ভবিষ্যৎ গড়া সম্ভব। সমস্যা থাকবেই, কিন্তু তার সমাধানও হবে। ড. ইউনূস সাহেবকে দায়িত্ব দেওয়া হয়েছে, তিনি চেষ্টা করছেন। আমরা তাকে ধন্যবাদ জানাই এবং তার সফলতা কামনা করি।”
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫