ধানের শীষের বিজয়ে ঐক্যের আহ্বান লায়ন আসলাম চৌধুরীর
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড, চট্টগ্রাম:

চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড, আকবর শাহ-পাহাড়তলী আংশিক) আসনে বিএনপি মনোনীত প্রার্থী লায়ন মোহাম্মদ আসলাম চৌধুরী এফসিএ ধানের শীষের বিজয় নিশ্চিত করতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, বিএনপির প্রতীক ধানের শীষ অতীতেও জনগণের ছিল, এখনও আছে এবং ভবিষ্যতেও থাকবে। বিজয়ের জন্য সব ধরনের ভেদাভেদ ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে মাঠে কাজ করার কোনো বিকল্প নেই।
সোমবার (২২ ডিসেম্বর) বিকেলে ফৌজদারহাটে তাঁর বাসভবনে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।
লায়ন আসলাম চৌধুরী বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে আধুনিক ও গণতান্ত্রিক রাজনীতির ভিত্তি স্থাপন করেছিলেন, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তা দৃঢ়ভাবে ধারণ করে দেশকে এগিয়ে নিয়েছেন বলেই তিনি ‘আপসহীন নেত্রী’ হিসেবে পরিচিতি পেয়েছেন।
তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ২৫ ডিসেম্বর দেশে প্রত্যাবর্তনের দিনটি ঐতিহাসিক ও স্মরণীয় করে রাখতে সারা দেশ অপেক্ষা করছে। ইনশাল্লাহ তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ আগামী দিনে উন্নয়ন ও সমৃদ্ধির নতুন দৃষ্টান্ত স্থাপন করবে।
বিএনপি নেতা মোহাম্মদ মোরসালিনের সঞ্চালনায় এবং ডা. কমল কদরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মঞ্জুরুল আলম মঞ্জু, বিএনপি নেতা জহুরুল আলম জহুর, ইউসুফ নিজামী, জাকির হোসেন, সালেহ আহম্মদ সলু, মাইনুদ্দিন চৌধুরী, রেহান উদ্দিন প্রধান, রফিক আহম্মদ, মাহবুবুল আলম, নূরুল আনোয়ারসহ চট্টগ্রাম-৪ নির্বাচনী এলাকার বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
মতবিনিময় সভায় লায়ন আসলাম চৌধুরী বলেন, কাজী সালাউদ্দিন তাঁর ঘনিষ্ঠ ও রাজনৈতিক সহযোদ্ধা। রাজনীতিতে তাঁর আসার পেছনে কাজী সালাউদ্দিনসহ অনেকের অবদান রয়েছে। সবাইকে একসঙ্গে ধানের শীষের বিপুল বিজয়ের লক্ষ্যে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, দলের ভেতরে কোনো ধরনের বিবাদ, তর্ক-বিতর্ক বা খারাপ আচরণ কাম্য নয়—এ বিষয়ে তিনি নেতাকর্মীদের বিশেষভাবে অনুরোধ জানান।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫