দেশের গণতন্ত্র রক্ষা ও ষড়যন্ত্রের বিরুদ্ধে ছাত্রদলকে সজাগ থাকতে হবে: সুলতান সালাউদ্দিন টুকু

ঢাকা প্রেস,টাঙ্গাইল প্রতিনিধি:-
দেশের গণতন্ত্র রক্ষায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে সতর্ক থাকতে ছাত্রদলকে আহ্বান জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেন, নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলন থেকে শুরু করে ছাত্রদল সবসময় দেশের গণতন্ত্র রক্ষার অতন্দ্র প্রহরী হিসেবে কাজ করে আসছে। ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে ছাত্র-জনতার আন্দোলনে ছাত্রদলের বহু নেতাকর্মী শহীদ হয়েছেন। এছাড়াও, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানই আন্দোলনের নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, দেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র সফল হবে না, কারণ ছাত্রদল সব ষড়যন্ত্রের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেবে।
রোববার (৫ জানুয়ারি) দুপুরে টাঙ্গাইল শহীদ মিনার চত্বরে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
জেলা ছাত্রদলের আহ্বায়ক দুর্জয় হোড় শুভর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন বিএনপির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটো, জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল এবং জেলা ছাত্রদলের সদস্য সচিব এম এ বাতেন।
অনুষ্ঠানের শুরুতে শহীদ স্মৃতি পৌর উদ্যানে বেলুন ও কবুতর উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। পরে একটি শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫