সুনামগঞ্জ-জগন্নাথপুর সড়কে ডাকাতি: ঢাকাগামী ২ বাসে লুটপাট
ঢাকা প্রেস,সুনামগঞ্জ প্রতিনিধি:-
সুনামগঞ্জের পাগলা-জগন্নাথপুর আঞ্চলিক মহাসড়কে বুধবার (২২ জানুয়ারি) গভীর রাতে ঢাকাগামী দুটি বাসসহ সিএনজি ও প্রাইভেট কারে ডাকাতির ঘটনা ঘটেছে।
রাত দেড়টার দিকে দারাখাই সেতু এলাকায় ডাকাতরা লরি ও গাছ ফেলে সড়কে প্রতিবন্ধকতা তৈরি করে। যাত্রীরা বাধ্য হয়ে গাড়ি থামালে ১৫-২০ জনের সংঘবদ্ধ ডাকাতদল অস্ত্রের মুখে যাত্রীদের জিম্মি করে। এ সময় তারা যাত্রীদের নগদ টাকা, মোবাইল ফোন এবং অন্যান্য মূল্যবান সামগ্রী ছিনিয়ে নেয়।
সুনামগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়া মামুন পরিবহন ও আল মোবারাকা পরিবহনের দুটি বাস ডাকাতির শিকার হয়। যাত্রীদের জিনিসপত্র লুট করার পাশাপাশি বাসের জানালা ও দরজাও ভাঙচুর করা হয়। যাত্রীরা বাধা দিতে গেলে তাদের মারধর করা হয়। এ ঘটনায় অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছেন।
ডাকাতির শিকার আরও কয়েকটি সিএনজি ও একটি প্রাইভেট কারের যাত্রীদেরও লুট করা হয়। তবে পাশের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া বাজারে খবর পৌঁছালে স্থানীয়রা এগিয়ে আসলে ডাকাতদল পালিয়ে যায়।
ডাকাতির ঘটনা সুনামগঞ্জের ছাতক, জগন্নাথপুর ও শান্তিগঞ্জ থানার সীমানা সংলগ্ন এলাকায় ঘটেছে। ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. গোলাম কিরিয়া জানান, কুয়াশার সুযোগ নিয়ে ডাকাতদল সড়ক অবরোধ করে এই ঘটনা ঘটিয়েছে। খবর পাওয়ার পর ছাতক, জগন্নাথপুর ও শান্তিগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
মামুন পরিবহনের সুপারভাইজার মনির হোসেন বলেন, "ডাকাতদল অস্ত্রের মুখে আমাদের যাত্রীদের নগদ টাকা, মোবাইল ফোন লুট করেছে এবং বাধা দেওয়ায় মারধর করেছে। গাড়ির জানালা-দরজাও ভেঙে দিয়েছে।"
এক আহত যাত্রী রাসেল আহমদ বলেন, "বাবাকে নিয়ে চিকিৎসার জন্য ঢাকা যাচ্ছিলাম। পথে এমন ভয়াবহ অভিজ্ঞতা হলো! ডাকাতরা আমাদের সবকিছু লুট করে নিয়ে গেছে। কয়েকজনকে মারধরও করেছে।"
ডাকাতির শিকার যাত্রীরা ঢাকায় যাওয়ায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। তবে পুলিশ ডাকাতদের ধরতে অভিযান চালাচ্ছে।
এই ঘটনায় সড়ক নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। স্থানীয় জনগণের তৎপরতায় ডাকাতরা পালিয়ে গেলেও এই ধরনের ঘটনা প্রতিরোধে আরও কার্যকর পদক্ষেপ প্রয়োজন।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫