|
প্রিন্টের সময়কালঃ ০৪ এপ্রিল ২০২৫ ১১:১১ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১২ জুন ২০২৪ ০১:০৬ অপরাহ্ণ

বিএনপি ইতিহাস বিকৃত করতে চাই না, দেশের মানুষকে সঠিক ইতিহাস জানাতে হবে: ফখরুল


বিএনপি ইতিহাস বিকৃত করতে চাই না, দেশের মানুষকে সঠিক ইতিহাস জানাতে হবে: ফখরুল


বিএনপি ইতিহাস বিকৃত করতে চায় না বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেনছেন, ‘দেশের মানুষকে সঠিক ইতিহাস জানাতে হবে।সবাইকে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে। শিক্ষার্থীরা বেশির ভাগ যেহেতু অনলাইনে পড়ে সেজন্য পাঠাগারে ল্যাপটপ রাখতে হবে। মঙ্গলবার (১১ জুন) দুপুরে মানিকগঞ্জের উত্তর সেওতা জেলা জিয়া স্মৃতি পাঠাগার পরিদর্শন কালে তিনি এসব কথা বলেন। 

 

মির্জা ফখরুল বলেন, ‘আমাদের জাতীয়তাবাদী রাজনৈতিক দলের ইতিহাসের বাইরে অন্য সব বইও রাখতে হবে পাঠাগারে। রাসূল (সা.) এর বইসহ যারা দেশের গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে তাদেরও বই রাখতে হবে। আমরা যখন প্রাইমারিতে লেখাপড়া করতাম তখন ভাই-বোনেরা মিলে টিফিনের টাকা দিয়ে বই কিনে লাইব্রেরি গড়ে তুলেছিলাম।’

 

সেওতা জিয়া স্মৃতি পাঠাগার পরিদর্শনকালে তিনি আরো বলেন, ‘আপনাদের পাঠাগার দেখে আমি অবিভূত হয়েছি।’ এ সময় জিয়া স্মৃতি পাঠাগারের কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, সাধারণ সম্পাদক দ্বিপ্তি মানিকগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও পাঠাগারের উপদেষ্টা আফরোজা খান রিতা, সাধারণ সম্পাদক এসএ জিন্নাহ কবিরসহ জেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫