|
প্রিন্টের সময়কালঃ ২৩ নভেম্বর ২০২৫ ০৫:০৯ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২৩ নভেম্বর ২০২৫ ০২:৪৩ অপরাহ্ণ

কুমিল্লায় ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসকের মৃত্যু


কুমিল্লায় ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসকের মৃত্যু


মো: কাউছার সরকার,বিশেষ প্রতিনিধি (কুমিল্লা):-



 

মানবিক গাইনি বিশেষজ্ঞ ডা. ফাহমিদা আজিম কাকলী আর নেই!

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে কুমিল্লার গাইনি চিকিৎসক ডা. ফাহমিদা আজিম কাকলী মৃত্যুবরণ করেছেন। রোববার ভোর সাড়ে ৫টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
 

বড় ভাই মনজুরুল আজীম পলাশ জানান, কয়েক দিন আগে ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার পর কাকলীর শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে। জ্বরের সঙ্গে কিডনি ও লিভার ক্ষতিগ্রস্ত হয়। পরিস্থিতি গুরুতর হয়ে উঠলে শনিবার তাঁকে ঢাকায় নেওয়া হয়। সেখানে হঠাৎ রক্তচাপ নেমে গেলে তাঁকে আইসিইউ থেকে ভেন্টিলেশনে স্থানান্তর করা হয়। রাতভর চিকিৎসকদের সর্বোচ্চ প্রচেষ্টার পরও শেষ পর্যন্ত ভোরে তিনি পৃথিবীর মায়া ত্যাগ করেন।
 

ডা. ফাহমিদা আজিম কাকলী কুমিল্লা ময়নামতি মেডিকেল কলেজ ও হাসপাতালের গাইনি ও প্রসূতিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। পাশাপাশি তিনি নগর মাতৃসদন কুমিল্লার কনসালট্যান্ট ছিলেন। তাঁর আকস্মিক মৃত্যুতে কুমিল্লা মেডিকেল অঙ্গন ও স্থানীয় সমাজে শোকের ছায়া নেমে এসেছে। রোগী থেকে সহকর্মী—সবার মুখেই এখন গভীর বিষাদের ছাপ।
 

মানবিক চিকিৎসক হিসেবে পরিচিত কাকলী বিনামূল্যে বহু দরিদ্র রোগীর সিজার করিয়েছেন। চিকিৎসা পেশার পাশাপাশি তিনি ছিলেন সাংস্কৃতিক সংগঠন অধুনা থিয়েটার–এর সদস্য। গান শুনতে ও প্রকৃতির সান্নিধ্যে সময় কাটাতে ভীষণ ভালোবাসতেন তিনি।
 

পারিবারিক সূত্রে জানা গেছে, তাঁর মরদেহ আপাতত হিমঘরে রাখা হয়েছে। যুক্তরাষ্ট্রে অবস্থানরত তাঁর একমাত্র মেয়ে তুর্ণা দেশে ফেরার পর জানাজা ও দাফন সম্পন্ন করা হবে।


ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
অকালপ্রয়াত এই চিকিৎসকের আত্মার মাগফেরাত কামনা করছি।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫