৩০ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে ইসি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা আগামী ৩০ নভেম্বর প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)। এর আগে ১ নভেম্বর প্রকাশ করা হতে পারে সম্পূরক ভোটার তালিকা।
ইসির সূত্র জানায়, আগামী ৩১ অক্টোবর পর্যন্ত যাদের বয়স ১৮ বছর পূর্ণ হবে, তারাই ভোটাধিকার পাবেন আসন্ন জাতীয় নির্বাচনে। ইতিমধ্যে প্রকাশের অপেক্ষায় থাকা নির্বাচনী রোডম্যাপেও বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে।
রোডম্যাপে উল্লেখ রয়েছে, ৩০ নভেম্বর ভোটার তালিকা চূড়ান্ত করা হবে। তবে তফসিল বা ভোটগ্রহণের তারিখ সেখানে উল্লেখ থাকবে না।
গত কয়েকদিন ধরে রোডম্যাপ ঘোষণা নিয়ে ইসির ভেতরে ব্যাপক তোড়জোড় চলছে। বুধবার কমিশন রোডম্যাপের অনুমোদন দিয়েছে। বৃহস্পতিবারই তা ঘোষণা করা হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন ইতোমধ্যেই জানিয়েছেন, ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোট হলে তফসিল ঘোষণা করতে হবে অন্তত দুই মাস আগে। সে ক্ষেত্রে ডিসেম্বরের প্রথমার্ধেই তফসিল ঘোষণার সম্ভাবনা রয়েছে।
ইসি কর্মকর্তারা মনে করছেন, সাধারণত ভোটার তালিকা চূড়ান্ত হওয়ার অল্প সময়ের মধ্যেই তফসিল ঘোষণা করা হয়। যেহেতু এবার তালিকা প্রকাশিত হবে নভেম্বরের একেবারে শেষে, তাই ডিসেম্বরের শুরুর দিকেই তফসিল ঘোষণার সম্ভাবনা রয়েছে।
ইসি সচিব আখতার আহমেদ জানান, আগের তালিকায় ভোটার ছিল ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন। হালনাগাদ কার্যক্রমে নতুন করে ৪৫ লাখ ৭১ হাজার ২১৬ জন যুক্ত হয়েছেন এবং ২১ লাখ ৩২ হাজার ৫৯০ জন মৃত ভোটার বাদ পড়েছেন। এভাবে দেশে মোট ভোটার দাঁড়াচ্ছে ১২ কোটি ৬১ লাখ ৭০ হাজার ৯০০ জনে।
তিনি আরও জানান, চলতি বছরে ইসি মোট তিনটি ভোটার তালিকা প্রকাশ করছে। এর মধ্যে গত ২ মার্চ একটি তালিকা প্রকাশিত হয়েছে। আগামী ৩১ আগস্ট প্রকাশিত হবে হালনাগাদের চূড়ান্ত তালিকা। এরপর ৩১ অক্টোবর পর্যন্ত যারা ১৮ বছর পূর্ণ করবেন তাদের তালিকা যুক্ত করা হবে। আর সর্বশেষ ৩০ নভেম্বর প্রকাশিত হবে পূর্ণাঙ্গ চূড়ান্ত ভোটার তালিকা।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫