|
প্রিন্টের সময়কালঃ ১৯ এপ্রিল ২০২৫ ০৩:০৭ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২৩ অক্টোবর ২০২৩ ০৪:২৭ অপরাহ্ণ

কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইড বাংলাদেশ নিয়োগের পুনর্বিজ্ঞপ্তি প্রকাশ


কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইড বাংলাদেশ নিয়োগের পুনর্বিজ্ঞপ্তি প্রকাশ


ন্তর্জাতিক উন্নয়ন সংস্থা কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইড বাংলাদেশ জনবল নিয়োগের পুনর্বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি ঢাকায় হেড অব হিউম্যান রিসোর্সেস পদে কর্মকর্তা নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত আবেদন ফরম পূরণ করে ই-মেইলে পাঠাতে হবে।


পদের নাম: হেড অব হিউম্যান রিসোর্সেস
পদসংখ্যা: ১
যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে হিউম্যান রিসোর্সেস ম্যানেজমেন্টে স্নাতকোত্তর বা এমবিএ ডিগ্রি থাকতে হবে। সমাজবিজ্ঞান, ডেভেলপমেন্ট স্টাডিজ, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অথবা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে স্নাতকোত্তর ডিগ্রি থাকলেও আবেদন করা যাবে। কোনো উন্নয়ন সংস্থা বা বেসরকারি সংস্থার মানবসম্পদ বিভাগে অন্তত ৬ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে ব্যবস্থাপনা পর্যায়ে অন্তত ৩ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। রোহিঙ্গা প্রোগ্রামে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। যোগাযোগে দক্ষ হতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। এমএস অফিস অ্যাপ্লিকেশনের কাজ জানতে হবে। নেতৃত্বের সক্ষমতা থাকতে হবে। পরিকল্পনা ও সিদ্ধান্ত গ্রহণে পারদর্শী হতে হবে।

বয়স: সর্বোচ্চ ৬০ বছর
চাকরির ধরন: পাঁচ বছরের চুক্তিভিত্তিক
কর্মস্থল: হেড অফিস, ঢাকা
বেতন: মাসিক বেতন ১,৪৯,৪৯৫ থেকে ১,৮১,৮৮৪ টাকা।
সুযোগ-সুবিধা: বছরে দুটি উৎসব বোনাস, বৈশাখী ভাতা, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, জীবন ও স্বাস্থ্যবিমা, ওপিডি ভাতা, মুঠোফোন বিলসহ অন্যান্য সুবিধা দেওয়া হবে।


আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের নিয়োগ ও আবেদনপ্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জেনে নির্দিষ্ট আবেদন ফরম ডাউনলোড করতে হবে। ডাউনলোড করা আবেদন ফরম পূরণ করে ছবি, জাতীয় পরিচয়পত্র, টিআইএন সার্টিফিকেটসহ এই recruitment.bgd@concern.net ঠিকানায় মেইল করে দিতে হবে। মেইল করার সময় সাবজেক্টে পদের নাম উল্লেখ করতে হবে।

আবেদনের শেষ সময়: ৩১ অক্টোবর ২০২৩।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫