পতেঙ্গা এলাকার অধিকার আদায়ে অঙ্গীকার ব্যক্ত করে নাগরিক অধিকার ফোরাম গঠিত

ডেস্ক নিউজ (চট্টগ্রাম):-
চট্টগ্রাম মহানগরীর সর্ব-দক্ষিণে পতেঙ্গা সিটি করপোরেশন আওতাভুক্ত একটি এলাকা হবার পর দীর্ঘ বছর ধরে নাগরিক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন এই পতেঙ্গা অঞ্চলের মানুষ।
এই বঞ্চিত গণ মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে গতকাল ২৭জুলাই রবিবার বিকেল সাড়ে ৫ টায় একটি কমিউনিটি সেন্টারে সচেতন নাগরিকদের উপস্থিতিতে পতেঙ্গা নাগরিক অধিকার ফোরামের সভা অনুষ্ঠিত হয়েছে।
সমাজ সেবক- মোঃ ইদ্রিচের সভাপতিত্বে উক্ত সভায় সর্বসম্মতিক্রমে মজিবুল হক কোম্পানি কে আহবায়ক সাইফুদ্দিন মোহাম্মদ খালেদ -যুগ্ন আহবায়ক এবং নাজমুল হুদা নিজাম কে নাগরিক অধিকার ফোরামের সদস্য সচিব ঘোষণা করে ৩১ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে।
সভায় সর্বসম্মতিক্রমে আগামী ৭ দিনের মধো ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন এবং ৩ মাসের মধ্যে ১০১ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি গঠনের প্রস্তাব গৃহীত হয়।
নব গঠিত কমিটির মুজিবুল হক বলেন, দলীয় স্বার্থের উর্ধ্বে উঠে গন মানুষের অধিকার আদায়ে সব সময় সোচ্চার ভূমিকা পালন করবে অত্র সংগঠন।
যুগ্ম আহবায়ক সাইফুদ্দিন বলেন, দীর্ঘদিন ধরে পতেঙ্গার মানুষ নাগরিক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। অথচ পতেঙ্গা সিটি করপোরেশন আওতাভুক্ত একটি এলাকা। তিনি উক্ত জনগুরুত্বপূর্ণ বিষয়ে উচ্চ প্রশাসন কে নাগরিক সুযোগ সুবিধা বাস্তবায়নে সহায়তা করার দৃষ্টি আকর্ষণ করেন।
রাজনীতিবিদ ইলিয়াছ বলেন, অত্র অঞ্চলের শিক্ষিত, উচ্চ শিক্ষিত বেকার সমস্যা সমাধানে দেশের অর্থনৈতিক উন্নয়নে পতেঙ্গায় অবস্থিত শিল্প কারখানায় কর্মস্ংস্থান সৃষ্টি ও বিশুদ্ধ ওয়াসার পানি এবং পর্যটন শিল্পের জন্য সুষ্ঠু বিচ ম্যানেজমেন্ট গঠনের অনুরোধ জানান।
শ্রমিক প্রতিনিধি হারুনর রশীদ বলেন, এ সংগঠন গন মানুষের অধিকার আদায়ে কাজ করবে এবং কাটগড় বাজারের অবৈধ ফুটপাত ও রাস্তা-ঘাট দখল মুক্ত করে নির্দিষ্ট স্থানে বাজার স্থাপনের দাবি দেন।
বিশিষ্ট ব্যবসায়ী গিয়াস উদ্দিন বলেন, অত্র সংগঠনের দৃশ্যমান সামাজিক কাজ করতে সচেতন নাগরিক সমাজকে এগিয়ে আসার আহ্বান জানান।
এছাড়াও সভায় বক্তব্য রাখেন পেশাজীবি প্রতিনিধি রেজাউল করিম,আবদুল হাকিম,মোঃ সাবের,মোঃ ফোরকান,মোঃ ইলিয়াছ,মোঃ দেলোয়ার, মোঃ সালাহউদ্দিন, মোশাররফ উদ্দিন খালেদ এবং রফিকুল ইসলাম মোরশেদ প্রমুখ।
সভার সমাপনী বক্তব্যে সভার সভাপতি মোঃ ইদ্রিছ সভায় উপস্থিত থেকে সুচিন্তিত মতামত ও পরামর্শ দেওয়ার জন্য ও কার্যক্রম বেগবান করতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন এবং ধন্যবাদ ঞ্জাপন করে সমাপ্ত করে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫