বাংলাদেশে প্রথম চীনা গানের প্রতিযোগিতার ফাইনাল হয়ে গেল ঢাকায়

প্রকাশকালঃ ১৪ ডিসেম্বর ২০২৪ ০৪:২৪ অপরাহ্ণ ০ বার পঠিত
বাংলাদেশে প্রথম চীনা গানের প্রতিযোগিতার ফাইনাল হয়ে গেল ঢাকায়

ঢাকা প্রেস নিউজ

 

ঢাকা; ১৩ ডিসেম্বর ২০২৪: আজ শুক্রবার বিকেলে সমাপ্ত হলো বাংলাদেশে প্রথম ‘গানে-গানে চীন’ শীর্ষক চীনা গানের প্রতিযোগিতার ফাইনাল। বিসিএস প্রশাসন একাডেমি’র অডিটোরিয়ামে সারাদিন জমকালো আয়োজনে মোট ২৩ জন প্রতিযোগি চূড়ান্ত পর্বে অংশ নেন। 

দিনের প্রথমার্ধে অনুষ্ঠিত হয় শিরোপার সাঙ্গিতিক লড়াই। চীনা ও অ-চীনা (বাংলাদেশি) এই দু’টি গ্রুপে দু’জন স্বর্ণপদক, তিন জন রৌপ্যপদক এবং পাঁচ জন ব্রোঞ্জ পদক জিতে নেন। বাকি প্রতিযোগিরা বিশেষ পুরস্কার পান। এই প্রতিযোগিতা দুটি ধাপে আয়োজিত হয়। ফাইনালে চীনা গ্রুপে মোট ছয় জন এবং বাংলাদেশি গ্রুপে মোট ১৭ জন প্রতিযোগি অংশগ্রহন করেন।

আয়োজকদের সূত্র জানায়, এই প্রতিযোগিতার লক্ষ্য হল চীন ও বাংলাদেশের চীনা গানপ্রেমীদের প্রতিভার বিকাশ এবং পারস্পরিক যোগাযোগের একটি মঞ্চ উপহার দেওয়া, যাতে গানে-গানে বাংলাদেশ-চীন বন্ধুত্ব এগিয়ে নেওয়া যায়। পাশাপাশি বাংলাদেশের চীনা ভাষা শিক্ষার্থীরা গানের মাধ্যমে শিক্ষা এবং শিক্ষার মাধ্যমে গানের প্রসার ঘটাতে পারে। চীনের শিক্ষা মন্ত্রণালয়ের আন্ত:চীনা-বিদেশি ভাষা বিনিময় ও সহযোগিতা কেন্দ্রের পৃষ্ঠপোষকতা, বাংলাদেশে চীনা দূতাবাসের নির্দেশনা, শান্ত-মারিয়াম-হোংহো কনফুসিয়াস ক্লাসরুমের উদ্যোগ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউট, নর্থ-সাউথ ইউনিভার্সিটির কনফুসিয়াস ইনস্টিটিউট, বাংলাদেশে চীনা এন্টারপ্রাইজেস অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ ওভারসিজ চাইনিজ ফেডারেশনের সহযোগিতায় এটি আয়োজিত হয়েছে।। 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, বিসিএস প্রশাসন একাডেমির রেক্টর ও বাংলাদেশ সরকারের সচিব ড. ওমর ফারুক, চীনা দূতাবাসের সাংস্কৃতিক কাউন্সেলর লি শাওপেং, শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অফ ক্রিয়েটিভ টেকনোলজি’র বোর্ড অফ ট্রাস্টিজের চেয়ারম্যান অধ্যাপক শিল্পী মোস্তাফিজুল হক (অথবা মাননীয় উপাচার্য প্রফেসর ড. শাহ্-ই-আলম), ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক বিষয়ের পরিচালক ড. শামসাদ মর্তুজা, বিসিএস প্রশাসন একাডেমির এমডিএস ড. আবদুর রাজ্জাক, চীনের খুয়েনমিং-এ বাংলাদেশের সাবেক কনসুল জেনারেল আ.ফ.ম আমিনুল ইসলাম এবং চাইনিজ এন্টারপ্রাইজেস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ-এর ভাইস প্রেসিডেন্ট শিয়ে খাংজিয়া, ওভারসিজ চাইনিজ ফেডারেশন অব বাংলাদেশ-এর ভাইস প্রেসিডেন্ট ছিউ শিয়াওবিন এবং বাংলাদেশে তিনটি কনফুসিয়াস ইনস্টিটিউটের চীনা এবং বাংলাদেশি পরিচালকগণ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চীনা দূতাবাসের প্রতিনিধিগণ, চীনা ও বাংলাদেশি মিডিয়ার সাংবাদিকগণ, বাংলাদেশের তিনটি কনফুসিয়াস ইনস্টিটিউটের শিক্ষক ও শিক্ষার্থীদের প্রতিনিধিরা, বিসিএস প্রশাসন একাডেমির চীনা ভাষা শিক্ষার্থীগণ এবং বাংলাদেশের প্রতিনিধিবৃন্দ। 

শেষ দিকে প্রতিযোগীরা সমবেত কন্ঠে "প্রেমময় একটি পরিবার" নামে একটি গান করেন। (প্রেস বিজ্ঞপ্তি)

The final of the first Chinese song competition in Bangladesh was held in Dhaka

Dhaka; 13 December 2024: The final of the first “Songs of China” Chinese singing contest in Bangladesh concluded on Friday afternoon. A total of 23 contestants participated in the final round in a grand event held all day at the auditorium of the BCS Administration Academy.

The musical contest for the title was held in the first half of the day. Two gold medals, three silver medals and five bronze medals were won in the two groups of Chinese and non-Chinese (Bangladeshi). The remaining contestants received special awards. This competition was organized in two stages. A total of six contestants in the Chinese group and a total of 17 contestants in the Bangladeshi group participated in the final.

According to the organizers, the aim of this competition is to develop the talents of Chinese song lovers in China and Bangladesh and provide a platform for mutual communication, so that Bangladesh-China friendship can be promoted through singing. In addition, Chinese language students in Bangladesh can learn through songs and spread songs through education. It was organized under the patronage of the International Chinese-Foreign Language Exchange and Cooperation Center of the Ministry of Education of China, under the guidance of the Chinese Embassy in Bangladesh, with the initiative of Shanto-Mariam-Honghe Confucius Classroom and in cooperation with the Confucius Institutes of Dhaka University and North-South University, Chinese Enterprises Association in Bangladesh and Bangladesh Overseas Chinese Association.

The event was attended by Chinese Ambassador to Bangladesh Yao Wen as chief guest, Rector of BCS Administration Academy and Secretary to the Government of Bangladesh Dr. Omar Farooq, Cultural Counsellor of the Chinese Embassy Li Shaopeng, Vice Chancellor of Shanto-Mariam University of Creative Technology Professor Dr. Shah-e-Alam), Director of International Affairs of Dhaka University Dr. Shamsad Mortuza, MDS of BCS Administration Academy Dr. Abdur Razzak, Former Consul General of Bangladesh in Kunming, China A.F.M. Aminul Islam and Vice President of Chinese Enterprises Association of Bangladesh Shiye Khangjia, Vice President of Overseas Chinese Federation of Bangladesh Qiu Xiaobin and Chinese and Bangladeshi directors of three Confucius Institutes in Bangladesh.

Also present at the event were representatives of the Chinese Embassy, ​​journalists from Chinese and Bangladeshi media, teachers and students from three Confucius Institutes in Bangladesh, Chinese language students from the BCS Administration Academy, and representatives from Bangladesh.

At the end, the contestants sang a song called "A Loving Family" in unison. (Press Release)