ইন্টারনেটে সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ালে ৯৯ কোটি টাকা জরিমানা
ইন্টারনেট বা যেকোনো টেলিযোগাযোগ ও বেতার প্ল্যাটফর্ম ব্যবহার করে ধর্মীয় বা সাম্প্রদায়িক ঘৃণামূলক বক্তব্য প্রচার করলে অনধিক ৫ বছর কারাদণ্ড অথবা ৯৯ কোটি টাকা জরিমানা, কিংবা উভয় দণ্ডে দণ্ডিত হবেন—এমন বিধান রাখা হয়েছে নতুন আইনের খসড়ায়।
বুধবার (৫ নভেম্বর) ডাক ও টেলিযোগাযোগ বিভাগ প্রকাশ করেছে ‘বাংলাদেশ টেলিযোগাযোগ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়া। অংশীজন ও সাধারণ নাগরিকদের মতামত নেওয়ার জন্য খসড়াটি বিভাগের ওয়েবসাইটে উন্মুক্ত রাখা হয়েছে।
অপরাধ ও শাস্তির বিধান
অধ্যাদেশের ৬৬(ক) ধারায় বলা হয়েছে—
যদি কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা গোষ্ঠী টেলিযোগাযোগ যন্ত্রপাতি বা প্ল্যাটফর্ম ব্যবহার করে—
-
দেশের অখণ্ডতা, নিরাপত্তা বা প্রতিরক্ষা ব্যাহত করে,
-
ধর্মীয়, সাম্প্রদায়িক বা জাতিগত বিদ্বেষমূলক বক্তব্য প্রচার করে,
-
সহিংসতা, বিশৃঙ্খলা বা অপরাধমূলক কর্মকাণ্ড উসকে দেয়,
-
রাষ্ট্রীয় সার্বভৌমত্ব বা গুরুত্বপূর্ণ অবকাঠামোর ক্ষতি সাধন করে,
তাহলে সেই ব্যক্তি বা প্রতিষ্ঠান সর্বোচ্চ ৫ বছর কারাদণ্ড বা ৯৯ কোটি টাকা জরিমানা, অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবেন।
এছাড়া, কোনো টেলিযোগাযোগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান যদি এই ধরনের অপরাধের বিষয়ে কমিশনের নির্দেশ অমান্য করে, তাহলেও তারা একই দণ্ডে দণ্ডনীয় হবেন।
এই ধারায় সরকারের অর্থ স্বরাষ্ট্র, প্রতিরক্ষা বা সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে বোঝানো হয়েছে। কোনো বিষয়ে বিভ্রান্তি দেখা দিলে আদালতের ব্যাখ্যাই চূড়ান্ত বলে গণ্য হবে।
অশ্লীল বা হুমকিমূলক বার্তা প্রেরণ
অধ্যাদেশের ৬৯(ক) ধারায় উল্লেখ করা হয়েছে—
কোনো ব্যক্তি টেলিযোগাযোগ যন্ত্রপাতির মাধ্যমে অশ্লীল, অপমানকর বা ভয়প্রদর্শনমূলক বার্তা পাঠালে, অথবা চাঁদা আদায়ের উদ্দেশ্যে হুমকিমূলক বার্তা বা ছবি প্রেরণ করলে—
-
প্রস্তাবকারী ও প্রেরণকারী উভয়ে অপরাধী হিসেবে গণ্য হবেন,
-
সর্বোচ্চ ৫ বছর কারাদণ্ড বা ৫ লক্ষ টাকা জরিমানা, অথবা উভয় দণ্ডে দণ্ডনীয় হবেন।
এই অপরাধের ক্ষেত্রে সাইবার সুরক্ষা আইনের সংশ্লিষ্ট ধারাও প্রযোজ্য হবে।
বারবার ফোন করে বিরক্ত করলে শাস্তি
অধ্যাদেশের ৭০ ধারায় বলা হয়েছে—
কোনো ব্যক্তি যুক্তিসংগত কারণ ছাড়া বারবার ফোন করে অন্যকে বিরক্ত করলে তিনি সর্বোচ্চ ১ লাখ টাকা জরিমানা, এবং অনাদায়ে ৬ মাসের কারাদণ্ডে দণ্ডিত হতে পারেন।
মতামত পাঠানোর সুযোগ
খসড়া অধ্যাদেশের বিষয়ে ১৫ নভেম্বর পর্যন্ত মতামত পাঠানো যাবে নিম্নোক্ত ঠিকানায়—
📧 ই-মেইল: secretary@ptd.gov.bd
📬 ডাকযোগে: সচিব, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, বাংলাদেশ সচিবালয়, ঢাকা।
এই সংশোধিত অধ্যাদেশের লক্ষ্য—ডিজিটাল ও টেলিযোগাযোগ ব্যবস্থায় নিরাপত্তা, শৃঙ্খলা ও জনস্বার্থ রক্ষা করা।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫