|
প্রিন্টের সময়কালঃ ০৪ মার্চ ২০২৫ ০৯:৪১ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ০৩ মার্চ ২০২৫ ০১:৪৪ অপরাহ্ণ

কুড়িগ্রামে পুলিশের সোর্স ভেবে ইউপি সদস্য ও তার স্ত্রীকে কুপিয়ে জখম


কুড়িগ্রামে পুলিশের সোর্স ভেবে ইউপি সদস্য ও তার স্ত্রীকে কুপিয়ে জখম


আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-


 

কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলায় পুলিশের সোর্স ভেবে নাজিমখাঁন ইউনিয়নের ইউপি সদস্য মাইদুল ইসলাম এবং তার স্ত্রী জবা বেগমকে কুপিয়ে গুরুতর জখম করেছে তার প্রতিবেশী মাদক কারবারি নিজাম উদ্দিন। পরে আহতদের উদ্ধার করে রাজারহাট স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে এলাকাবাসী। 

 


 

রোববার (২ মার্চ) বিকেলে ইউপি সদস্য মাইদুল ইসলামের বাড়িতে ঘটনাটি ঘটেছে।
 

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, গত শনিবার গভীর রাতে যৌথবাহিনী নাজিমখাঁন ইউনিয়নের রামকৃষ্ণ গ্রামের মন্ডল পাড়া এলাকায় বেশ কয়েকজন মাদক কারবারির বাড়িতে অভিযান চালায়। এর মধ্যে ইয়াবা ব্যবসায়ী নিজাম উদ্দিনের বাড়িতেও অভিযান চালানো হয়। যৌথবাহিনীর উপস্থিতি টের পেয়ে নিজাম সটকে পড়ে। এসময় যৌথ বাহিনীর অভিযানে ৯২১ গ্রাম গাঁজা এবং ১৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়। 
 

পর দিন রোববার বিকেলে ওই ইউনিয়নের ইউপি সদস্য মাইদুল ইসলাম এবং তার স্ত্রী জবা বেগমকে পুলিশের সোর্স ভেবে ধারালো অস্ত্র দিয়ে অতর্কিতভাবে মাইদুল ও তার স্ত্রী জবা বেগমকে কুপিয়ে জখম করে। তাদের আত্মচিৎকারে এলাকাবাসীরা ছুটে আসলে মাদক কারবারি নিজাম উদ্দিন পালিয়ে যান। পরে এলাকাবাসীরা আহতদের উদ্ধার করে রাজারহাট স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। কুখ্যাত মাদক ব্যবসায়ী নিজামের বিরুদ্ধে ৬টি মামলা রয়েছে। 
 

আকটকৃতরা হলেন, বাছড়া মন্ডলপাড়া এলাকার আতাউর রহমানের ছেলে গণি মিয়া (৩৪) ও গকুলা গ্রামের মৃত আফসার আলী ছেলে শরিফুল ইসলাম (৩২)। 
 

এ ব্যাপারে রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত মোঃ তছলিম উদ্দিন বলেন, কুপিয়ে আহত করার ঘটনা শুনেছি। তবে এই ঘটনায় এখনো কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫