২১৮ কোটি টাকার সফটওয়্যার দুবাই থেকে এনবিআরের জন্য কেনা হচ্ছে
প্রকাশকালঃ
২৫ মার্চ ২০২৩ ১২:০১ অপরাহ্ণ ১৮১ বার পঠিত
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জন্য সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) রাজধানী দুবাই থেকে প্রায় ২১৮ কোটি টাকা ব্যয়ে সফটওয়্যার কেনা হচ্ছে। গতকাল বৃহস্পতিবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এটি অনুমোদন করা হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান এ তথ্য জানান।
সাঈদ মাহবুব খান বলেন, এনবিআরের সফটওয়্যারটির নাম ‘সফটওয়্যার সল্যুশন অ্যান্ড অটোমেটেড রিস্ক ম্যানেজমেন্ট সিস্টেম’। এটি কাস্টমস আধুনিকায়ন ও জোরদারকরণের কাজ করবে। এটি কেনা হবে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) ডব্লিউবিবি ফনটেন গ্রুপ এফ জেড-এলএলসি, দুবাইয়ের কাছ থেকে।
সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে আরও কিছু ক্রয় প্রস্তাব ছিল। এর মধ্যে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের দুটি; কৃষি মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এবং বাণিজ্য মন্ত্রণালয়ের একটি করে প্রস্তাব ছিল।
ক্রয় কমিটির অনুমোদিত সাতটি প্রস্তাবে মোট ব্যয়ের পরিমাণ দাঁড়াবে ১ হাজার ২৯৬ কোটি ৭৬ লাখ টাকা। মোট অর্থায়নের মধ্যে সরকারি তহবিল থেকে দেওয়া হবে ৭১১ কোটি ২০ লাখ টাকা। বাকি ৫৮৬ কোটি টাকার সংকুলানে দেশি ব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক ও বিশ্বব্যাংক থেকে ঋণ নেওয়া হবে।
এদিকে বৃহস্পতিবার ক্রয় কমিটির পাশাপাশি অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকও অনুষ্ঠিত হয়। এই বৈঠকে চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালসহ নিউমুরিং ওভারফ্লো কনটেইনার ইয়ার্ড পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য আন্তর্জাতিক মানের বেসরকারি অপারেটর নিয়োগ প্রকল্প সরকারি–বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) ভিত্তিতে বাস্তবায়নের প্রস্তাব নীতিগতভাবে অনুমোদিত হয়েছে।