|
প্রিন্টের সময়কালঃ ০৭ সেপ্টেম্বর ২০২৫ ০৩:৫১ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ০৪ সেপ্টেম্বর ২০২৫ ০২:৩২ অপরাহ্ণ

নূন্যতম মজুরি১০৫০টাকা দাবি পতেঙ্গায় বিপিসির অধীনস্থ শ্রমিক কর্মচারীদের ৫দফা দাবিতে অবস্থান কর্মসূচি....!


নূন্যতম মজুরি১০৫০টাকা দাবি পতেঙ্গায় বিপিসির অধীনস্থ শ্রমিক কর্মচারীদের ৫দফা দাবিতে অবস্থান কর্মসূচি....!


হোসেন বাবলা (চট্টগ্রাম):-



নগরীর উত্তর পতেঙ্গাস্থ তেল‌শোধনাগর ইস্টার্ন রিফাইনারি লিঃ কারখানার প্রধান ফটকের সামনে বিপিসির অধীনস্থ ‌৫টি কারখানার শ্রমিক কর্মচারীদের ৫দফা দাবিতে অবস্থান কর্মসূচি ও মানববন্ধন কর্মসূচি পালন করে আজ বৃহস্পতিবার সকালে।


 


 

শীঘ্রই দাবি মেনে না নিলে লাগাতার কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন তেল সেক্টরের ৫টি শ্রমিক সংগঠনের ঐক্যবদ্ধ কর্মচারী পরিষদের নেতৃবৃন্দ।

 



ইস্টার্ন রিফাইনারিতে নিযুক্ত ঠিকাদার দিন মজুর শ্রমিক ইউনিয়ন (রেজিঃ ১০২২) এর সভাপতি মোঃ জামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত অবস্থান কর্মসূচির প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন জুয়েল, প্রবীণ শ্রমিক কর্মচারীদের নেতা মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ দেলোয়ার হোসেন, মোঃ আরাফাত রহমান, আনোয়ার হোসেন, মোঃ মিজান, মোঃ সালাউদ্দিন, মোঃ শফি, মোঃ ফারুক, কফিল উদ্দিন, নয়ন, হেলাল উদ্দিন, মোঃ সোহেল, মোঃ ফাহিম, মোঃ মামুন, মোঃ ইলিয়াছ,আখিল, সালাউদ্দিন আহমেদ, কবির হোসেন সহ পদ্মা, মেঘনা, যমুনা ও এলপিজি লিঃ কারখানার শ্রমিকরা বিক্ষোভ সমাবেশ এবং অবস্থান কর্মসূচিতে অংশ নেন। এসময় তারা প্রতিবাদ জানিয়ে বলেন, অর্থমন্ত্রণালয়ের নির্দেশক্রমে ৮০০ টাকা ন্যায্য মজুরি কাঠামো , দুই ঈদের উৎসব ভাতা সহ দেশের নিত্যপণ্যের উর্ধ্বগতি ও গ্যাস - বিদ্যুৎ, পানির দাম, শিক্ষা ও স্বাস্থ্যখাতে ব্যয়ে শ্রমিকরা চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এছাড়া তেল সেক্টরে ট্রেন্ডার নিয়ে তালবাহনা এবং ১০২২ টাকার পরিবর্তে ১০৫০ দিন মজুরী নির্ধারণ করতে জোর দাবি জানান।


শীঘ্রই এই ৫ দফা দাবি মেনে না নিলে অথবা শ্রমিক কর্মচারীদের সাথে চেয়ারম্যান/ এমডির যৌক্তিক বৈঠকে সমস্যার সমাধান না হলে কঠোর কর্মসূচি‌ দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।‌শ্রমিকরা এই চরম বৈষম্য দূর করার জন্য জ্বালানি উপদেষ্টা ও ‌সচিব মহোদয় এর দৃষ্টি আকর্ষণ করেন।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫