পাবনার সুজানগরে আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা, আটক ১৬
পাবনা প্রতিনিধি:-
পাবনার সুজানগরে পুলিশের গাড়ি থেকে আওয়ামী লীগ নেতা আব্দুল ওহাবকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা দায়েরের পর যৌথবাহিনী ১৬ জনকে আটক করেছে।
সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, উপ-পরিদর্শক (এসআই) মো. আজাহার রোববার রাতে এ ঘটনায় মামলা দায়ের করেন। এর পরপরই জিজ্ঞাসাবাদের জন্য ১৬ জনকে আটক করা হয়।
রোববার আসরের নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়ার সময় সুজানগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল ওহাবকে আটক করে পুলিশ। খবর ছড়িয়ে পড়লে মথুরাপুর, নারায়ণপুর, ভবানীপুর ও বলরামপুরসহ আশপাশের কয়েকটি গ্রামের শতাধিক লোক জড়ো হয়ে পুলিশের গাড়ি থামিয়ে তাকে ছিনিয়ে নেয়।
এ ঘটনার পরপরই যৌথবাহিনী অভিযান চালিয়ে ওহাব ও তার সমর্থকদের ধরতে তৎপরতা শুরু করে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫