হিলি সীমান্তে দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময়

ঢাকা প্রেস
হিলি প্রতিনিধি:-
হিলি সীমান্তে বিজিবি ও বিএসএফের মধ্যে দুর্গাপূজা উপলক্ষে আন্তরিকতা প্রকাশ:
গত বৃহস্পতিবার (১০ অক্টোবর), হিলি চেকপোস্ট গেটে বিজিবি ও বিএসএফের মধ্যে একটি উষ্ণ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ উৎসব দুর্গাপূজা উপলক্ষে বিজিবি, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানায়।
হিলি বিজিবি সিপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার শাহাদাত হোসেন, ভারত হিলি বিএসএফের ৬১ ব্যাটালিয়নের (ক্যাম্প-১) কোম্পানি কমান্ডার এসি বিজয় শর্মার হাতে ৫ প্যাকেট মিষ্টি তুলে দেন। বিএসএফের পক্ষ থেকেও প্রত্যুত্তরে মিষ্টি উপহার দেওয়া হয়।
এই শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে সীমান্তে দায়িত্বরত দুই বাহিনীর মধ্যে সুসম্পর্ক আরও জোরালো হবে বলে মনে করেন বিজিবি সিপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার। তিনি উল্লেখ করেন যে, বিভিন্ন উৎসব ও দিবসে দুই বাহিনীর মধ্যে এই ধরনের শুভেচ্ছা বিনিময়ের একটি দীর্ঘ প্রথা রয়েছে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫