ফেসবুকে তারেক রহমান ও মির্জা ফখরুলকে ট্যাগ করে চাঁদাবাজির অভিযোগ তুললেন সারজিস আলম

অনলাইন ডেস্ক:-
লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলায় পাথর ও বালু বহনকারী যানবাহন থেকে বিএনপির নাম ব্যবহার করে নিয়মিত চাঁদা আদায়ের অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক সারজিস আলম। এই অভিযোগ তিনি প্রকাশ করেছেন নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে, যেখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকেও ট্যাগ করেন।
গত ২ জুলাই (বুধবার) দিবাগত রাত ১টা ১৩ মিনিটে প্রকাশিত ওই স্ট্যাটাসে সারজিস লিখেন, “সরকার অনুমোদিত পাথর ও বালুর সাইটগুলো থেকে পণ্য বহনকারী যানবাহনগুলো থামিয়ে প্রতিটি গাড়ি থেকে ৫০০ থেকে ১,০০০ টাকা পর্যন্ত চাঁদা আদায় করা হচ্ছে। এটি এখন নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। লাখ লাখ টাকা লুটপাট চলছে ‘চাঁদাবাজি’র নামে।”
তিনি আরও দাবি করেন, পাটগ্রামের ইউএনও অভিযানে গিয়ে দুই চাঁদাবাজকে আটক করে এক মাসের জেল দেন। কিন্তু পরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের শতাধিক নেতাকর্মী থানায় হামলা চালিয়ে ভাঙচুর করে এবং আটক চাঁদাবাজদের ছিনিয়ে নেয়। এমনকি চাঁদাবাজি ঠেকাতে হাতীবান্ধা থানার পুলিশের সহায়তা চাইলে সেখানেও বিএনপির নেতাকর্মীরা থানা ঘেরাও করে রাখে।
সারজিস প্রশ্ন তোলেন, “মাঠ পর্যায়ে যদি বিএনপির নেতাকর্মীরাই এভাবে ক্ষমতার অপব্যবহার করে চাঁদাবাজদের আশ্রয়-প্রশ্রয় দেয়, তাহলে দেশ সংস্কারের আশা কোথায়?” তিনি অভিযোগ করেন, এসব কর্মকাণ্ডের পেছনে স্থানীয় এক এমপি প্রার্থীর মদদ রয়েছে বলেও সাধারণ মানুষ অভিযোগ করছে।
তিনি বলেন, “দেশ গঠনের আগে বিএনপিকে তাদের স্থানীয় নেতাদের নিয়ন্ত্রণে আনতে হবে। প্রশাসন ও পুলিশকে সহযোগিতা করা তো দূরের কথা, উল্টো তাদের জিম্মি করে অপরাধীদের রক্ষা করা হচ্ছে। এখন দেখার বিষয়, বিএনপি এসব অপকর্মের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় কি না।”
পোস্টের শেষদিকে সারজিস আলম লেখেন, “আমরা বিএনপির বক্তৃতা বা দফা দেখতে চাই না, দেখতে চাই অপকর্মের বিরুদ্ধে তাদের অবস্থান এবং অ্যাকশন—তা সে নিজের দলের নেতাকর্মীর বিরুদ্ধেই হোক না কেন।”
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫