|
প্রিন্টের সময়কালঃ ২৭ জানুয়ারি ২০২৬ ০৮:১৩ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২৭ জানুয়ারি ২০২৬ ০৫:২৪ অপরাহ্ণ

টেকনাফ সীমান্তে আরাকান আর্মির গুলিতে দুই কিশোর গুরুতর আহত


টেকনাফ সীমান্তে আরাকান আর্মির গুলিতে দুই কিশোর গুরুতর আহত


আবদুর রহমান:

 

কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং সীমান্তে নাফ নদীতে মাছ শিকারে গিয়ে মিয়ানমার থেকে ছোড়া গুলিতে দুই কিশোর গুরুতর আহত হয়েছে। মঙ্গলবার (আজ) বেলা সাড়ে ১১টার দিকে হোয়াইক্যং ইউনিয়নের ঝিমংখালী সীমান্তসংলগ্ন নাফ নদীতে এ ঘটনা ঘটে।
 

আহতরা হলো—হোয়াইক্যং ইউনিয়নের কাঞ্জরপাড়া এলাকার শেখ কামালের ছেলে মো. সোহেল (১৩) এবং মো. ইউনুচের ছেলে ওবায়দুল (১৫)। স্বজনদের দাবি, মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী সংগঠন আরাকান আর্মির সদস্যরা তাদের লক্ষ্য করে গুলিবর্ষণ করে।
 

গুলিবিদ্ধদের মধ্যে মো. সোহেল হাত ও পায়ে এবং ওবায়দুল মাথায় গুলিবিদ্ধ হয়েছে। স্থানীয়রা তাদের উদ্ধার করে কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য দুজনকেই চট্টগ্রামে প্রেরণ করেন।
 

হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. শাহজালাল স্বজনদের বরাতে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নাফ নদীতে মাছ শিকারের সময় ওই দুই কিশোর গুলিবিদ্ধ হয়েছে।
 

উল্লেখ্য, গত ১১ জানুয়ারি মিয়ানমারের স্বশস্ত্র বিদ্রোহী সংগঠন আরাকান আর্মি ও একটি রোহিঙ্গা গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনায় হোয়াইক্যং তেচ্ছিব্রিজ এলাকায় হোজাইফা আফনান নামে এক স্কুলছাত্রী আহত হন। পরদিন একই এলাকায় মাছ শিকারে গিয়ে মো. হানিফ নামে এক জেলে মাইন বিস্ফোরণে আহত হন।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬