|
প্রিন্টের সময়কালঃ ১৯ এপ্রিল ২০২৫ ০৩:৩৩ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১০ এপ্রিল ২০২৫ ০৩:৩৫ অপরাহ্ণ

হাট ইজারা নিয়ে বাউফলে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ৯


হাট ইজারা নিয়ে বাউফলে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ৯


বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:-

 

পটুয়াখালীর বাউফল উপজেলার কেশবপুর ইউনিয়নের মমিনপুর হাটের ইজারা নিয়ে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৯ জন আহত হয়েছেন। বুধবার রাত ৮টার দিকে মমিনপুর বাজারে এই সংঘর্ষ হয়।
 

স্থানীয় সূত্রে জানা যায়, বাংলা ১৪৩১ সালের জন্য মমিনপুর হাটের ইজারা পান যুবদল নেতা রুবেল সরদার। একই হাটের ইজারার জন্য প্রতিদ্বন্দ্বিতা করেন ওয়ার্ড বিএনপি নেতা আব্দুল কুদ্দুস, কিন্তু তিনি ইজারা পাননি। এতে ক্ষুব্ধ হন কুদ্দুস এবং তার অনুসারীরা। নতুন ইজারাদারদের ১৫ এপ্রিল থেকে হাট পরিচালনার নির্দেশনা দেয় উপজেলা প্রশাসন।
 

বুধবার রাতে রুবেল সরদার ও তার সহযোগীরা হাটে হাসিল আদায় করতে গেলে কুদ্দুসপন্থীদের সঙ্গে বাগবিতণ্ডা শুরু হয়, যা পরে সংঘর্ষে রূপ নেয়। এতে রুবেলপন্থী আব্দুল কুদ্দুস বয়াতি (৬০), মামুন বয়াতি (৪৮) ও রেজাউল বয়াতি (৫২) গুরুতর আহত হন। তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত অন্যান্যরা হলেন জুলহাস (২৮), নুর মোহাম্মদ আকন (৪৫) ও দপু আকন (৪০), যারা বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
 

স্থানীয়দের অভিযোগ, সংঘর্ষের সময় রুবেলপন্থীরা ধারালো অস্ত্র ব্যবহার করে হামলা চালায়। তবে এ ঘটনায় এখনো পর্যন্ত থানায় কোনো অভিযোগ দায়ের হয়নি।
 

বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন বলেন, “এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫