|
প্রিন্টের সময়কালঃ ০১ মে ২০২৫ ০১:২৬ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১০ ডিসেম্বর ২০২৪ ০১:৪২ অপরাহ্ণ

নাটোরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালন ও দুই দিনব্যাপী তথ্য মেলা


নাটোরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালন ও দুই দিনব্যাপী তথ্য মেলা


ঢাকা প্রেস,সুরুজ আলী,নাটোর প্রতিনিধি:-


নাটোরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালন ও দুই দিনব্যাপী তথ্য মেলার উদ্বোধন করা হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১ টার দিকে শহরের কানাইখালী এলাকা এক বর্নাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে কানাইখালী স্টেডিয়াম মাঠে দুই দিনব্যাপী তথ্য মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক আসমা শাহীন। তিনি তথ্য মেলার বিভিন্ন স্টল পরিদর্শন শেষে এক আলোচনা সভায় যোগ দেন। সেখানে দুর্নীতি বিরোধী শপথ বাক্য পাঠ করান তিনি। সনাক নাটোর সভাপতি রেজাউল করিম রেজার সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার শরিফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক রওশন আলী, দুদকের রাজশাহী বিভাগীয় সহকারী পরিচালক তানভির আহমেদ, সদর উপজেলা নির্বাহী অফিসার আখতার জাহান সাথী সহ সরকারি কর্মকর্তাবৃন্দ। মেলায় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের মোট ৪৪ টি স্টল রয়েছে। দুই দিনের মেলায় থাকছে  আলোচনা সভা, গণশুনানী, দুর্নীতিবিরোধী চিত্রাংকন, বিতর্ক প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।


এছাড়াও সোমবার সকাল সাড়ে আটটার দিকে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে। দিবসটি পালনে সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে পতাকা উত্তোলন শেষে দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে জেলা প্রশাসক আসমা শাহীন, অতিরিক্ত জেলা প্রশাসক মাছুদুর রহমান, দুদকের রাজশাহী বিভাগীয় সহকারী পরিচালক তানভির আহমেদ, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুর রাজ্জাকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অয়োজিত আলোচনা সভায় জেলা প্রশাসক উপস্থিত সকলকে দুর্নীতি মুক্ত থাকার আহবান জানান।

 


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫