|
প্রিন্টের সময়কালঃ ২৬ জানুয়ারি ২০২৬ ১০:০৫ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২৬ জানুয়ারি ২০২৬ ০৬:৪৮ অপরাহ্ণ

মুরাদনগরে সরকারি গুদাম থেকে মোটরসাইকেলসহ মালামাল চুরি, আটক ৩


মুরাদনগরে সরকারি গুদাম থেকে মোটরসাইকেলসহ মালামাল চুরি, আটক ৩


রায়হান চৌধুরী, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি

 

কুমিল্লার মুরাদনগরে উপজেলা কৃষি অফিসের সরকারি পিপি গুদামঘর থেকে মোটরসাইকেলসহ গুরুত্বপূর্ণ মালামাল চুরি করতে গিয়ে তিনজনকে আটক করেছে পুলিশ।
 

রোববার (২৬ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলা সদরের রামচন্দ্রপুর সড়কে অবস্থিত উপজেলা কৃষি অফিসের পিপি গুদামঘরে এ চুরির ঘটনা ঘটে। স্থানীয়দের সহযোগিতায় পালানোর সময় চোরদের আটক করা হয়।
 

আটককৃতরা হলেন—নবীপুর পশ্চিম ইউনিয়নের রহিমপুর গ্রামের আলম মিয়া ওরফে আলালের ছেলে মো. আশরাফুল ইসলাম (২০), আমজাদের ছেলে মো. সবুজ (২১) এবং আলম মিয়ার ছেলে মো. সাকিব (২০)।
 

পুলিশ সূত্রে জানা যায়, চোরেরা গুদামঘর থেকে একটি মোটরসাইকেলসহ আনুমানিক ১ লাখ ১০ হাজার টাকা মূল্যের গুরুত্বপূর্ণ মালামাল চুরি করে নিয়ে যাচ্ছিল। এ সময় স্থানীয়দের সহায়তায় তাদের আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
 

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জামিল খান জানান, আটক তিনজন পেশাদার চোর চক্রের সদস্য। তাদের বিরুদ্ধে আগে থেকেই চুরিসহ ডাকাতির চেষ্টার একাধিক মামলা রয়েছে। আটককৃতদের বিরুদ্ধে চুরি মামলা দায়ের করে সোমবার (২৭ জানুয়ারি) বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬