রংপুরে বৈষম্যবিরোধী আন্দোলন নেতার ১ লাখ টাকা চাঁদা দাবির ভিডিও ভাইরাল

ঢাকা প্রেস নিউজ
রংপুর মহানগর শাখার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র নাহিদ হাসান খন্দকারের চাঁদা দাবির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ২ মিনিট ৪১ সেকেন্ডের ওই ভিডিওতে নাহিদকে দেখা যায়, তবে অপর পাশে থাকা ব্যক্তিকে স্পষ্টভাবে দেখা যায়নি। ভিডিওতে নাহিদ একজন বালু ব্যবসায়ীর কাছ থেকে ১ লাখ টাকা চাঁদা দাবি করছেন, যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। তবে নাহিদ এই অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন, তাকে পরিকল্পিতভাবে ফাঁসানোর চেষ্টা করা হয়েছে।
ভিডিওতে, পুকুর খনন ও পার্ক নির্মাণ সংক্রান্ত বিষয়ে আলোচনা করা হয়। এক পর্যায়ে, নাহিদকে উদ্দেশ্য করে একজন ব্যক্তি বলেন, “তুমি যদি বলো সেখানে বালুর ব্যবসা হচ্ছে, তাহলে সেটা বন্ধ করে দিই। ১ লাখ টাকা দিতে পারব না, ৫ হাজার টাকা দিচ্ছি।” নাহিদ তার উত্তরে বলেন, “ব্যবসা আপনি বন্ধ করবেন কেন, ব্যবসা আপনি চালান। ভাইয়ের সঙ্গে কথা বলেন। প্রয়োজনে সময় নেন।” তিনি আরও বলেন, “আপনি তো দেখছেন বিষয়টি কোথায় গেছে, ইউএনও-ডিসিকে সামলাতে হচ্ছে। যদি মনে হয় কিছু কমাবেন, তাহলে ভাইয়ের সঙ্গে কথা বলেন। আমি চাই না আপনাদের কোনো সমস্যা হোক। জানেন তো সংগঠন চালাতে হলে কী কী করতে হয়।”
এই ভিডিওটি শনিবার সকাল থেকে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে এবং ব্যাপক সমালোচনা শুরু হয়।
এ বিষয়ে জানতে চাইলে নাহিদ মোবাইল ফোনে বলেন, “রংপুর নগরীর হাজিরহাট এলাকায় একটি ইকো পার্কের নামে অবৈধভাবে বালু উত্তোলনের খবর পেয়ে আমরা চারজন সেখানে যাই। আমার উপস্থিতি দেখে বিএনপির রাজনীতিতে জড়িত বেলাল নামে এক ব্যক্তি নগরীর শিমুলবাগ কমিউনিটি সেন্টারে আসতে বলে। সেখানে গিয়ে তারা আমাকে টাকার অফার করে, যা ভিডিওতে দেখা যাচ্ছে। আমরা যেন তাদের ব্যবসায় হস্তক্ষেপ না করি, সে কারণে তারা আমাদের ফাঁসানোর জন্য এই ভিডিওটি রেকর্ড করেছে।”
এ বিষয়ে গ্রিন সিটি ইকো পার্কের প্রকল্প ব্যবস্থাপক বেলাল হোসেন বলেন, “আমার পার্কে পুকুর তৈরিতে খনন কাজ চলছিল। নাহিদ অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ তুলে ১ লাখ টাকা চাঁদা দাবি করেছিলেন। এ ছাড়া তার চাঁদা দাবির অনেক কলরেকর্ড আমার কাছে রয়েছে, যা শীঘ্রই প্রকাশ করা হবে।”
এদিকে, গত ২৪ নভেম্বর রংপুর মহানগরের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৬ মাস মেয়াদি আহ্বায়ক কমিটি প্রকাশ করা হয়, যেখানে নাহিদ হাসান খন্দকারকে মুখপাত্র হিসেবে মনোনীত করা হয়।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫