শিক্ষানবিশ উপপরিদর্শক (এসআই) পদ থেকে অব্যাহতি পাওয়া বাংলাদেশ পুলিশের ৪০তম ব্যাচের সদস্যরা পুনর্বহালের দাবিতে আমরণ অনশন কর্মসূচি পালন করছেন। সোমবার (১৩ জানুয়ারি) বিকেলে সচিবালয়ের সামনে থেকে শুরু হওয়া এই অনশন এখনো চলমান।
অনশন কর্মসূচি: সরেজমিন চিত্র
মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকালে সচিবালয়ের ১ নম্বর গেটের বিপরীতে উসমানী উদ্যান-সংলগ্ন রাস্তায় অব্যাহতি পাওয়া এসআইদের অনশন কর্মসূচি চলমান দেখা গেছে।
আবেগঘন বক্তব্য
অব্যাহতি পাওয়া এসআই মো. আকাশ বলেন, “সোমবার বিকেল থেকে আমরা শীতের মধ্যে অনেক কষ্ট করে অনশনে আছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই অনশন চলবে।”
আরেক এসআই নয়ন চন্দ্র দাস হতাশা প্রকাশ করে জানান, “যদি অন্যায় করতাম, এত কষ্ট সয়েও অনশন করতাম না। এখনো সরকারের পক্ষ থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করা হয়নি। আশা করি, সরকার আমাদের ন্যায্য দাবি মেনে নেবে।”
অন্যদিকে, এসআই রবিউল রবি বলেন, “আমাদের যেন দেখার কেউ নেই। আমাদের ভাই-বোনেরা যোগ্যতার মাপকাঠিতে চাকরি পেয়েছে। কিন্তু এখন তারা ঢাকার রাস্তায় শীতে অনশন করছে। এরপরও কি রাষ্ট্র আমাদের প্রতি দয়া করবে না?”
ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ
অন্য এক এসআই সুবীর বলেন, “একটি চাকরির জন্য আমরা আজ রাস্তায়। আমাদের ভবিষ্যৎ এখন অনিশ্চিত। দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই অনশন চলবে। আমরা চাই, এ যন্ত্রণার অবসান হোক এবং যথাযথ সমাধান আসুক।”
অব্যাহতির পেছনের ঘটনা
এর আগে, রাজশাহীর সারদা পুলিশ একাডেমি থেকে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ৩১০ শিক্ষানবিশ এসআইকে অব্যাহতি দেওয়া হয়। একাডেমির চিঠিতে উল্লেখ করা হয়, ২০২৩ সালের ১ অক্টোবর প্যারেড অনুশীলন চলাকালীন নির্ধারিত নাশতা গ্রহণ না করে তারা চরম বিশৃঙ্খলা সৃষ্টি করেন। একাডেমি কর্তৃপক্ষকে হেয়প্রতিপন্ন করা, হৈচৈ করা এবং মাঠ থেকে বের হয়ে নিজ ব্যারাকে চলে যাওয়ার মতো ঘটনা তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়।
এসব অভিযোগের ভিত্তিতে তাদের চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়। তবে এসআইদের দাবি, তারা কোনো অন্যায় করেননি এবং তাদের প্রতি অন্যায় আচরণ করা হয়েছে।
এখন প্রশ্ন উঠছে, এই অনশন কর্মসূচি কি তাদের দাবি আদায়ে সফল হবে, নাকি তাদের ভবিষ্যৎ আরও অনিশ্চয়তার মুখে পড়বে?