নোয়াখালীতে স্ত্রীকে মধ্যযুগীয় কায়দায় নির্মম নির্যাতন

ঢাকা প্রেস
নোয়াখালী প্রতিনিধি:-
নোয়াখালীর সুবর্ণচরে এক নারীকে নির্মমভাবে নির্যাতনের ঘটনায় সারা দেশে চাঞ্চল্য ছড়িয়েছে। নির্যাতিতা শারমিন আক্তারের অভিযোগ, তার শ্বশুরবাড়ির লোকজন মিলে তাকে হাত-পা বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করেছে।
গত ১৩ আগস্ট রাতে উপজেলার পূর্ব চরবটা ইউনিয়নে এই ঘটনা ঘটে। নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়েছে।
শারমিন জানান, পারিবারিক কলহের জের ধরে তার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন মিলে তাকে নির্যাতন করে। তিনি আরও বলেন, তার এক মেয়ের হার্টের সমস্যা থাকায় ৫০ হাজার টাকা দরকার ছিল। ভিক্ষা করে টাকা জোগাড় করতে দেরি হওয়ায় স্বামী তার ওপর অভিযোগ তুলে।
চরজব্বর থানার ওসি কাউছার আলম ভূঁইয়া জানান, লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫