পঞ্চমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত বনমন্ত্রী শাহাব উদ্দিন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ী) আসন থেকে নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হয়ে পঞ্চমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী শাহাব উদ্দিন। বড়লেখা ও জুড়ী উপজেলা নিয়ে তার নির্বাচনী এলাকা গঠিত।
এই দুই উপজেলার সর্বমোট ১১২টি ভোটকেন্দ্রের প্রাপ্ত ফলাফল অনুযায়ী তিনি নৌকা প্রতীকে সর্বমোট ভোট পেয়েছেন ১ লাখ ৩৬ হাজার ৩০৮টি। দুই উপজেলায় শতকরা ভোট সংগ্রহ হয়েছে ৪৪.৬৭ ভাগ।
বড়লেখা ইউএনও ও সহকারী রিটার্নিং অফিসার নাজরাতুন নাঈম এবং জুড়ী ইউএনও ও সহকারী রিটার্নিং অফিসার লুসিকান্ত হাজং রোববার রাত পৌনে ৯টায় বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫